মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

ফিচার
  >
মানচিত্র

আফ্রিকার তৃতীয় বৃহত্তম দেশ ‘সুদান’

নিউজজি ডেস্ক ১৪ এপ্রিল , ২০২৩, ১৪:১৯:১৭

743
  • আফ্রিকার তৃতীয় বৃহত্তম দেশ ‘সুদান’

ঢাকা: সুদান আফ্রিকা মহাদেশের উত্তরাঞ্চলের একটি রাষ্ট্র। এর উত্তরে মিশর, পূর্বে লোহিত সাগর, ইরিত্রিয়া, ও ইথিওপিয়া, দক্ষিণে দক্ষিণ সুদান, দক্ষিণ-পশ্চিমে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, পশ্চিমে চাদ এবং ইত্তর-পশ্চিমে লিবিয়া। এর রাজধানীও বৃহত্তম শহর খার্তুম। আফ্রিকার তৃতীয় বৃহত্তম দেশ এটি। নীল নদ এই দেশটিকে দুই ভাগে ভাগ করেছে।

প্রায় ৬০ হাজার বছর আগেও সুদানে মানব বসতির প্রমাণ পাওয়া যায় প্রততাত্ত্বিক নিদর্শন থেকে। আট হাজার বছর আগে এ অঞ্চলে স্থায়ীভাবে মানববসতি শুরু হয়।

সুদানে তখন সবচেয়ে সমৃদ্ধ রাজ্য ছিল কুশ। তারা সুদানে দীর্ঘদিন ক্ষমতাসীন থাকেন। কুশের পর নুবিয়ান সাম্রাজ্য শুরু হয়। তাদের সময় থেকে আরবের মুসলমানরা সুদানে আসতে শুরু করেন। ১৩২৪ খ্রিস্টাব্দ থেকে আরব বেদুইনরা সুদানে বসবাস করেছে।

সুদানে শেষ খ্রিস্টান সাম্রাজ্য ছিল আ্যালেঅডিয়াদের। ১৫০০ খ্রিস্টাব্দে এর সমাপ্তি ঘটে। এরপরই মুসলমানদের শাসন শুরু হয়।  ফুঞ্চ ও ওসমানীয়দের শাসন ছিল দীর্ঘকাল। ১৮৯৯ সালে এলাকাটি ব্রিটিশদের অধীনে আসে।

সুদান স্বশাসনের অধিকার পায় ১৯৫৩ সালে। আর স্বাধীনতা আসে ১৯৫৬ সালে। তবে স্বাধীনতার পর থেকেই সুদান অস্থিতিশীল। ২০১১ সালে দেশ ভেঙ্গে বের হয়ে যায় দক্ষিণ সুদান। এর অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটতে শুরু করে। কারণ তেলের খনিগুলোর বেশিরভাগই দক্ষিণ সুদানে অবস্থিত।

এক নজরে সুদান

পুরো নাম: সুদান প্রজাতন্ত্র।

রাজধানী ও বৃহত্তম শহর: খার্তুম।

স্বাধীনতা ঘোষণা: ১ জানুয়ারী, ১৯৫৬।

সরকার পদ্ধতি: ফেডারেল ডমিনেন্ট পার্টি প্রেসিডেন্সিয়াল রিপাবলিক।

আইনসভা: ন্যাশনাল লেজিসলেচার।

উচ্চ কক্ষ: কাউন্সিল অব স্টেট।

নিম্নকক্ষ: ন্যাশনাল আ্যাসেম্বলি।

আয়তন: ১৮ লাখ ৮৬ হাজার ৬৮ বর্গকিলোমিটার।

জনসংখ্যা: ৩ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ৮২৮ জন।

ঘনত্ব: প্রতি বর্গকিলোমিটারে ২১.৩ জন।

মুদ্রা: সুদানি পাউন্ড।

মাথাপিছু আয়: ৪ হাজার ৭০০ ডলার।

প্রধান ধর্ম: ইসলাম।

দাপ্তরিক ভাষা: আরবী ও ইংরেজি।

জাতিসংঘে যোগদান: ১২ নভেম্বর, ১৯৫৬ সালে।  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন