মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

ফিচার
  >
মানচিত্র

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দ্বীপদেশ পালাউ

নিউজজি ডেস্ক ১৮ জুলাই , ২০২০, ০১:৪৩:৫৮

6K
  • ছবি: ইন্টারনেট

ঢাকা : ছবির মত সুন্দর ছোট দ্বীপদেশ পালাউ। প্রাকৃতিক সৌন্দর্য আর স্বতন্ত্র সংস্কৃতির কারণে বিশ্বজুড়ে ভ্রমণপ্রিয় মানুষের কাছে বরাবরই আকর্ষণীয় পালাউ। ফিলিপাইনের কাছে অবস্থিত দেশটির জনসংখ্যা মাত্র ২৪ হাজার।

স্বচ্ছ নীল জলরাশির মাঝে সবুজের সমারোহ। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দ্বীপদেশ পালাউ। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এর অবস্থান। ছোট-বড় ৩৪০টি দ্বীপ নিয়ে গঠিত পালাউ পৃথিবীর ক্ষুদ্রতম দেশগুলোর একটি। যার আয়তন মাত্র ৪৬৬ বর্গকিলোমিটার।

ছড়ানো ছিটানো দ্বীপগুলোতে বাস করেন প্রায় ২৪ হাজার মানুষ। যারা কথা বলেন পালাউ আর ইংরেজিতে। রাজধানী এনগেরুলমুদ। নিজস্ব স্বকীয়তা আর সংস্কৃতির কারণে বিশ্বের ভ্রমণকারীদের কাছে পালাউয়ের আলাদা একটি অবস্থান রয়েছে।

রেইনফরেস্ট, ভিন্নধর্মী গাছপালা, নানা প্রজাতির পাখি ও স্বচ্ছ নীল জলের সমন্বয়ে ছবির মত সুন্দর দেশ পালাউ। এর উপকূলে প্রায় ১৩০ প্রজাতির হাঙর পাওয়া যায়। এখানেই রয়েছে বিশেষ একটি হ্রদ যেখানে ভেসে বেড়ায় লাখ লাখ জেলিফিশ। এসব সামুদ্রিক প্রাণী সংরক্ষণেও ভীষণ সচেতন তারা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘদিন মার্কিন শাসনাধীন ছিল পালাউ। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মাধ্যমে স্বাধীনতা পায় দেশটি। নৈসর্গিক সৌন্দর্যের টানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পালাউয়ে আসেন পর্যটকরা। ডুবুরীর পোশাক পরে সাগরের তলদেশে ঘুরে বেড়ান বিচিত্র প্রজাতির সব মাছ আর হাঙ্গরের সঙ্গে।

পর্যটনই পালাউয়ের আয়ের প্রধান উৎস। কৃষিকাজ এবং মাছ ধরেও জীবিকা নির্বাহ করেন দেশটির নাগরিকেরা। ৫ হাজার কিলোমিটার দূরের দেশ পালাউয়ের অধিবাসীর ২ হাজারই বাংলাদেশি। নৌ-পথে যুক্তরাষ্ট্র যাওয়ার সময় অনেকেই ভুলে পালাউয়ে নেমে পড়েন। ফিরে আসার উপায় না থাকায় সেখানেই আটকা পড়েন তারা।

পালাউয়ে থাকা বাংলাদেশিদের একটি বড় অংশ সুপারি রক্ষণাবেক্ষণের কাজ করেন। অনেকে আবার যুক্ত সার্ফিংয়ের সঙ্গে। টিম এফসি বাংলাদেশ নামে একটি ফুটবল দলও রয়েছে দেশটিতে।

তথ্যসূত্র : ইন্টারনেট

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন