মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

ফিচার
  >
মানচিত্র

ইউরোপের স্বতন্ত্র এক স্বর্গরাজ্য মাল্টা

নিউজজি ডেস্ক ৯ জুন , ২০২১, ১১:৩০:৩৩

982
  • ইন্টারনেট থেকে

ঢাকা: সিসিলি ও আলজেরিয়ার পাশ ঘেঁষে ছোট্ট এক দেশে। সে দেশের রূপ বৈভবের তুলনা নেই। পৃথিবীর সবচে প্রাচীন টেম্পল এখনও দাঁড়িয়ে আছে মাল্টায়। ইতিহাস ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এই দেশের অনেককিছুই জানার আছে। 

দক্ষিণ ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টা। ভূমধ্যসাগরে অবস্থিত দ্বীপপুঞ্জ এটি। এর ৮০ কিলোমিটার দক্ষিণে ইতালি, পূর্বের তিউনেসিয়ার দূরত্ব ২৮৪ কিলোমিটার, উত্তরে লিবিয়া, দূরত্ব ৩৩৩ কিলোমিটার। বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে একটি মাল্টা। ভূমধ্যসাগরে এর অবস্থানের কারণেই ঐতিহাসিকভাবে এর কৌশলগত গুরুত্ব অপরিসীম। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অসামান্য অবদানের জন্য জর্জ ক্রসকে ব্রিটেনের রাজা ষষ্ঠ জর্জ ১৯৪২ সালে উপহার দেন মাল্টা। ব্রিটিশ পার্লামেন্টে মাল্টার স্বাধীনতা বিল পাস হয় ১৯৬৪ সালে। ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের পর এটি ‘স্টেট অব মাল্টা’ নামে পরিচিত ছিল। রানি দ্বিতীয় এলিজাবেথ ছিলেন রাষ্ট্রটির প্রধান। মাল্টা প্রজাতন্ত্র হয় ১৯৭৪ সালে। দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয় ২০০৪ সালে।

মাল্টা পর্যটনের জন্য বিশেষভাবে বিখ্যাত। এর উষ্ণ আবহাওয়া, অসংখ্য বিনোদন স্পট, অসাধারণ স্থাপত্যকলা এবং ইউনেসকোর বিশ্বঐতিহ্যসহ নানা ঐতিহাসিক স্থাপনার কারণে পর্যটকদের জন্য দেশটি অত্যন্ত আকর্ষণীয় স্থান। সমৃদ্ধ অর্থনীতির দেশ মাল্টা। তুলা ও তামাক দেশটির প্রধান রপ্তানিযোগ্য পণ্য। ব্রিটিশ উপনিবেশ থাকার সময় মাল্টার নৌ-ঘাঁটির ওপর নির্ভরশীল ছিল ব্রিটেন। ১৮৬৯ সালে সুয়েজ খাল খুলে দেওয়ার পর মাল্টার পালে হাওয়া লাগে। ওই পথে যাতায়াতকারী জাহাজগুলো মূলত জ্বালানি সংগ্রহের জন্যই মাল্টায় বিরতি নেয়। 

একনজরে পুরো নাম : মাল্টা প্রজাতন্ত্র।

 রাজধানী : ভালেট্টা। 

সর্ববৃহৎ শহর : বিরকিরকারা। 

রাষ্ট্রভাষা : মাল্টেসে। 

দাপ্তরিক ভাষা : ইংরেজি। 

জাতিগোষ্ঠী : মাল্টেসে (৯৫.১৭ শতাংশ), নন মাল্টেসে (৪.৮৩ শতাংশ)।

 সরকারপদ্ধতি : ইউনিটারি পার্লামেন্টারি রিপাবলিক।

 প্রেসিডেন্ট : মারিয়ে লুইস কোলেইরো প্রেসা। 

আইনসভা : হাউস অব রিপ্রেজেন্টেটিভস। 

আয়তন : ৩১৬ বর্গকিলোমিটার।

 জনসংখ্যা : চার লাখ ৪৫ হাজার ৪২৬ জন। 

ঘনত্ব : প্রতি বর্গকিলোমিটারে এক হাজার ৪১০।

 জিডিপি : মোট ১৮.৪০৪ বিলিয়ন ডলার, মাথাপিছু ৪২ হাজার ২৩৯ ডলার।

 মুদ্রা : ইউরো। 

জাতিসংঘে যোগদান : ১ ডিসেম্বর, ১৯৬৪ সাল।

তথ্য ও ছবি – ইন্টারনেট 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন