বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ , ২৫ শাওয়াল ১৪৪৬

ফিচার
  >
ব্যক্তিত্ব

সত্য সাহার মৃত্যুবার্ষিকী আজ

নিউজজি ডেস্ক ২৭ জানুয়ারি , ২০২৫, ১৬:১০:৩৮

151
  • সংগৃহীত

ঢাকা: এ দেশের সঙ্গীত জগতের বিস্ময়কর এক প্রতিভা ছিলেন সত্য সাহা। এক অনন্য ধ্রুবতারার মতো বাংলাদশের চলচ্চিত্রের আকাশে ঝলমল করছে তার নাম। আজ ২৭ জানুয়ারি কিংবদন্তি এই সঙ্গীত পরিচালকের মৃত্যুবার্ষিকী। ১৯৯৯ সালের এই দিনে কোটি ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন গুণী এই সঙ্গীত তারকা।

‘নীল আকাশের নিচে আমি’, ‘চেনা চেনা লাগে তবু অচেনা’, ‘দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক’, ‘চিঠি দিও প্রতিদিন’, ‘আমার মন বলে তুমি আসবে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’, ‘মাগো মা ওগো মা’, ‘তুমি কি দেখেছো কভু’, ‘ঐ দূর দূরান্তে’, ‘তোমারই পরশে জীবন আমার’-এমন অসংখ্য কালজয়ী গানের বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক সত্য সাহা।

১৯৩৪ সালের ২৫ ডিসেম্বর উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন নন্দীরহাট জমিদার বংশে জন্মেগ্রহন করেন সত্য সাহা। ১৯৪৬-১৯৪৮ এর মাঝামাঝি সময়ে সত্য সাহা নারায়ণগঞ্জ রামকৃষ্ণ স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন এবং ১৯৫১ ও ১৯৫২ সালে ভারতের কলকাতা বিদ্যাসাগর কলেজ থেকে বি.এ পাশ করেন।

১৯৫৫ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ থেকে চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে সত্য সাহার যাত্রা শুরু। এরপর তিনি সমৃদ্ধ করেছেন বাংলা গানের ভাণ্ডারকে। আজও তার সুরারোপিত গানগুলো দেশব্যাপী সর্বস্তরের সঙ্গীতপ্রেমীদের মুগ্ধতা এনে দেয়।

বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়িকা কবরীর আগমন ঘটে সত্য সাহার হাত ধরে। পরিচালক সুভাষ দত্ত তখন তার ‘সুতরাং’ সিনেমার জন্য নায়িকা খুঁজছিলেন। সে সময়ে সিনেমার সঙ্গীত পরিচালক সত্য সাহা কবরীকে নিয়ে যান সুভাষ দত্তের কাছে।

দীর্ঘ সঙ্গীত জীবনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, স্বাধীনতা পুরস্কারসহ অসংখ্য সম্মান পেয়েছেন সত্য সাহা। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সঙ্গীত উৎসবে সম্মাননা স্মারক দেয়া হয় তাকে।

সত্য সাহা আজ আর নেই, কিন্তু তিনি রেখে গেছেন তার সুযোগ্য দুই সন্তান। বড় ছেলে সুমন সাহা ও ছোট ছেলে ইমন সাহা বর্তমানে দেশের সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত। বিশেষ করে ইমন সাহার কথা বলতেই হয়। পরিচালক হিসেবে তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এই সময়ে বাংলাদেশের যারা সঙ্গীত পরিচালনা করছেন, তাদের তালিকায় ইমন সাহার নাম নিঃসন্দেহে প্রথম সারিতে স্থান পায়।

কীর্তিমান সঙ্গীত পরিচালক সত্য সাহার প্রয়াণ দিবসে নিউজজি২৪ডটকম পরিবারের পক্ষ থেকে তার প্রতি নিরন্তর শ্রদ্ধা।

নিউজজি/পি.এম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন