শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ , ২০ শাওয়াল ১৪৪৬

ফিচার
  >
ব্যক্তিত্ব

আজ কিংবদন্তি গীতিকবি মনিরুজ্জামান মনিরের জন্মদিন

নিউজজি ডেস্ক ২৮ জানুয়ারি , ২০২৫, ১৩:৪৮:৩৩

135
  • সংগৃহীত

বাংলাদেশের সঙ্গীত ভুবনে যে কজন গীতিকবি অবিস্মরণীয় সব গান রচনা করেছেন, তাদের মধ্যে অন্যতম মনিরুজ্জামান মনির। কিংবদন্তি এই গীতিকবি তার বর্ণাঢ্য সৃষ্টিশীল জীবনে অসংখ্য গান রচনা করেছেন। এর মধ্যে বহু গান জয় করেছে কালের সীমানা, মানুষের মন।

আজ ২৮ জানুয়ারি খ্যাতিমান গীতিকবি মনিরুজ্জামান মনিরের জন্মদিন। ১৯৫২ সালের এই দিনে তিনি সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছিলেন।

ছোটবেলা থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত মনিরুজ্জামান মনির। ‘দৈনিক পয়গাম’, ‘দৈনিক পাকিস্তান’ ও সবুজপাতায় নিয়মিত ছড়া লিখতেন তিনি। মনিরুজ্জামান মনিরের মামা উজির মিয়া ছিলেন সিলেট বেতারের কণ্ঠশিল্পী। মামার হাত ধরেই গানের ভুবনে তার পথচলা শুরু হয়। ১৯৭০ সালেই তিনি বেতারের তালিকাভূক্ত গীতিকার হয়ে যান।

বাংলা সিনেমার গানে মনিরুজ্জামান মনির চিরস্মরণীয় এক নাম। পাঁচ শতাধিক সিনেমায় গান লিখেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো- ‘প্রাণসজনী’, ‘নীতিবান’, ‘দুই জীবন’, ‘ভেজা চোখ’, ‘চেতনা’, ‘সত্য মিথ্যা’, ‘পিতা মাতা সন্তান’, ‘প্রথম প্রেম’, ‘অন্তরে অন্তরে’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘প্রেমের অহংকার’, ‘লাল বাদশা’, ‘জীবন সংসার’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘মাটির ফুল’, ‘বউ শাশুড়ির যুদ্ধ’, ‘হীরা আমার নাম’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘দোলনা’, ‘মনে প্রাণে আছ তুমি’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ইত্যাদি।

‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘কি জাদু করিলা পিরিতি শিখাইলা’-এর মতো কালজয়ী শ্রোতাপ্রিয় গানগুলো মনিরুজ্জামান মনিরেরই রচিত।

গানের ভুবনে মনিরুজ্জামান মনিরের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০০৪ সালে তাকে একুশে পদকে ভূষিত করে। এছাড়া ১৯৮৮, ১৯৮৯ এবং ১৯৯০ টানা তিন বছর শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

নিউজজি/পি.এম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন