শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ , ২০ শাওয়াল ১৪৪৬

ফিচার
  >
ব্যক্তিত্ব

আধুনিক কবি ফজল শাহাবুদ্দীনের জন্মবার্ষিকী আজ

নিউজজি ডেস্ক ৪ ফেব্রুয়ারি , ২০২৫, ১৫:০৭:০৫

131
  • আধুনিক কবি ফজল শাহাবুদ্দীনের জন্মবার্ষিকী আজ

ঢাকা: তিনি বিংশ শতকের ষাট দশকের কবি হিসাবে চিহ্নিত। কর্মসূত্রে দীর্ঘকাল তিনি সাংবাদিকতা করেছেন। এছাড়া স্বাধীন বাংলাদেশে সাপ্তাহিক পত্রিকার প্রচলনে তিনি পথিকৃতের ভূমিকা রেখেছেন। তাঁর কর্মজীবনের অন্যতম স্বীকৃতি একুশে পদক। তাঁর কবিতা পৃথিবীর বেশ কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে। কবি ফজল শাহাবুদ্দীন ১৯৩৬ সালের ৪ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন।

ফজল শাহাবুদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ ‘তৃষ্ণার অগ্নিতে একা’ প্রকাশিত হয় ১৯৬৫ সালে। সর্বশেষ কবিতার বই ‘একজন কবি একাকি’ প্রকাশিত হয় ২০১৩ সালে। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৭টি। হে নীল সমুদ্র, হে বৃক্ষ সবুজ, লংফেলোর নির্বাচিত কবিতা, দিকচিহ্নহীন, ছিন্নভিন্ন কয়েকজন, যখন জখম নাগমা, Selected Poems; Solitude; Towards the Earth; বাতাসের কাছে, ছায়া ক্রমাগত, নিসর্গের সংলাপ, পৃথিবী আমার পৃথিবী, ক্রন্দনধ্বনি, ক্রমাগত প্রভৃতি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।

কবি ফজল শাহাবুদ্দীন ১৯৯০ এর দশকে এশীয় কবিতা উৎসব আয়োজনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন। বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৭৩ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ১৯৮৮ সালে অন্যতম সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’ লাভ করেন তিনি।

ফজল শাহাবুদ্দীন ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি ঢাকায় মারা যান।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন