বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ , ২৫ শাওয়াল ১৪৪৬

ফিচার
  >
ব্যক্তিত্ব

সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়

নিউজজি ডেস্ক ২৮ ফেব্রুয়ারি , ২০২৫, ১৫:৪৬:২৬

94
  • সংগৃহীত

ঢাকা: সাহিত্য সমালোচক ও গবেষক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বীরভূম জেলার হাতিয়া গ্রামে মাতুলালয়ে ১৮৯২ সালের ১৫ অক্টোবর জন্মগ্রহণ করেন।  তিনি ১৯০৬ সালে এন্ট্রান্স, ১৯০৮ সালে হেতমপুর কলেজ থেকে এফএ, ১৯১০ সালে স্কটিশ চার্চ কলেজ থেকে ইংরেজিতে ঈশান স্কলার হয়ে বিএ এবং ১৯১২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ পাস করেন। ১৯২৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ‘রোমান্টিক থিওরি ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কোলরিজ’ শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

রিপন কলেজে অধ্যাপনার মাধ্যমে তার পেশাগত জীবন শুরু হয়। পরে তিনি প্রেসিডেন্সি কলেজ, রাজশাহী কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রধান ও রামতনু লাহিড়ী অধ্যাপক হন। এ পদে তিনি ১৯৫৫ সাল পর্যন্ত অধিষ্ঠিত ছিলেন। এর আগে ১৯৪৭ সালে দেশভাগের পর থেকেই তিনি ভারতীয় কংগ্রেস দলে যোগ দেন এবং পশ্চিমবঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য নির্বাচিত হন।

তিনি বাংলা ও ইংরেজি সাহিত্যের সমালোচনা এবং ইতিহাস রচনায় অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দেন। তার রচিত গ্রন্থের মধ্যে ‘বঙ্গসাহিত্যে উপন্যাসের ধারা’ (১৯৩৮), ‘বাঙ্গালা সাহিত্যের কথা’ (১৯৪৬), ‘ইংরেজি সাহিত্যের ইতিহাস’ (১৯৪৬), ‘বাঙ্গালা সাহিত্যের বিকাশের ধারা’ (১৯৫৯), ‘সাহিত্য ও সংস্কৃতির তীর্থসঙ্গমে’ (১৯৬২), ‘রবীন্দ্র-সৃষ্টি-সমীক্ষা’ (১৯৬৯) উল্লেখযোগ্য।

এ ছাড়া তিনি ‘সমালোচনা সাহিত্য’ (১৯৫২), ‘কবিকঙ্কণ চণ্ডী’, ‘উনবিংশ শতকের নীতিকবিতা সংকলন’ (১৯৬০) প্রভৃতি যুগ্মভাবে সম্পাদনা করেন। ১৯৭০ সালের ২৮ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন