শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ , ২০ শাওয়াল ১৪৪৬

ফিচার
  >
ব্যক্তিত্ব

কবি ও শিক্ষাবিদ ড. আশরাফ সিদ্দিকীর জন্মদিন আজ

নিউজজি ডেস্ক ১ মার্চ , ২০২৫, ১৪:২৪:৩৯

130
  • সংগৃহীত

ঢাকা: বিশিষ্ট কবি, লোকবিজ্ঞানী, গবেষক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ ড. আশরাফ সিদ্দিকীর জন্মদিন আজ। আশরাফ সিদ্দিকী ১৯২৭ সালের ১ মার্চ টাঙ্গাইলের কালিহাতীর নাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেন শান্তিনিকেতন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৫০ সালে টাঙ্গাইলের কুমুদিনী কলেজে অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করেন।

বর্ণিল কর্মময় জীবনে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক, বাংলা উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান, প্রেস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট, নজরুল একাডেমির আজীবন সদস্য ও নজরুল ইনস্টিটিউটের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন প্রিন্সিপাল ইবরাহীম খাঁ স্মৃতিসংঘ ঢাকার সভাপতি।

আশরাফ সিদ্দিকী পাঁচ শতাধিক কবিতা, অসংখ্য প্রবন্ধ এবং ৭৫টি গ্রন্থ রচনা করেছেন। তার লেখা বইগুলো- লোকসাহিত্য ‘বেঙ্গলি ফোকলোর’, ‘আওয়ার ফোকলোর আওয়ার হেরিটেজ’, ‘ফোকলোরিক বাংলাদেশ’, ‘কিংবদন্তীর বাংলা’, ‘ভোম্বল দাশ’, ‘দ্য আঙ্কল অব লায়ন এবং টুনটুনি অ্যান্ড আদার স্টোরিজ’, ‘রবীন্দ্রনাথের শান্তিনিকেতন’, ‘প্যারিস সুন্দরী’ ইত্যাদি।

ড. আশরাফ সিদ্দিকী বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ১৯৮৮ সালে একুশে পদক, ১৯৬৪ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৬৬ সালে সাহিত্যে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার, ইউনেস্কো পুরস্কার, লোকসাহিত্য গ্রন্থের জন্য দাউদ পুরস্কারসহ ৩৬টি পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

ড. আশরাফ সিদ্দিকী ২০২০ সালের ১৯ মার্চ মৃত্যুবরণ করেন।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন