শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ , ২০ শাওয়াল ১৪৪৬

ফিচার
  >
ব্যক্তিত্ব

গুণী অভিনেতা মনু মুখোপাধ্যায়ের জন্মদিন আজ

নিউজজি ডেস্ক ১ মার্চ , ২০২৫, ১৫:২০:১৬

97
  • সংগৃহীত

ঢাকা: পশ্চিমবঙ্গের গুণী অভিনেতা মনু মুখোপাধ্যায়ের জন্মদিন আজ। ১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। সত্যজিৎ রায় পরিচালিত ‘জয় বাবা ফেলুনাথ’ সিনেমায় ভণ্ড বাবাজী ‘মছলিবাবা’র চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। মনুর প্রথম অভিনীত সিনেমা ‘নীল আকাশের নীচে’।

মনু মুখোপাধ্যায় প্রথম জীবনে ছিলেন থিয়েটার কর্মী। তার প্রথম সিনেমা মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’ মুক্তি পায় ১৯৫৯ সালে। তিনি অভিনয় করেছেন মৃণাল সেনের মৃগয়া, সত্যজিৎ রায়ের জয়বাবা ফেলুনাথ, গণশত্রু ছাড়াও সাহেব, প্রতিদানসহ একাধিক বাংলা সিনেমায়। ছোট পর্দাতেও নিয়মিত অভিনয় করেন মনু মুখোপাধ্যায়।

ওই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন কালী বন্দ্যোপাধ্যায়। তিনিই একদিন মনুকে সিনেমার পরিচালক মৃণাল সেনের কাছে নিয়ে যান। সেখানে স্মৃতিলেখা বিশ্বাসের সঙ্গে একটা ছোট্ট দৃশ্যে অভিনয় করেছিলেন মনু। তার প্রকৃত নাম সৌরেন্দ্রনাথ হলেও, মনু নামেই তিনি বিখ্যাত ছিলেন। মনু তার ডাকনাম। সরকারি চাকরি করার সময় প্রকৃত নামই ব্যবহার করতেন। অভিনয়ের জগতে ডাক নামটাই রয়ে যায়।

২০২০ সালের ৬ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

নিউজজি/পিএম

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন