শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

ফিচার
  >
বিশেষ দিবস

কাণ্ডজ্ঞান খাটানোর দিন আজ!

নিউজজি ডেস্ক ৪ নভেম্বর , ২০২৪, ১২:৫৭:৫৯

72
  • সংগৃহীত

ঢাকা: আজ ৪ নভেম্বর, কাণ্ডজ্ঞান খাটানোর দিন (ইউজ ইয়োর কমন সেন্স ডে)। মনে করা হয়, কাণ্ডজ্ঞান ধারণাটি প্রথম সামনে আনেন দার্শনিক অ্যারিস্টটল। এরপর ফরাসি দার্শনিক রনে দেকার্তে কমন সেন্সের সবচেয়ে আধুনিক সংজ্ঞা দিয়েছেন।

এককথায় তাদের আমরা বলি কাণ্ডজ্ঞানহীন যারা ঠিক জানেন না কোথায় কী বলতে হয়, কী করতে হয়। যারা যেন বলে ফেললেই বাঁচেন, করে ফেললেই বাঁচেন। একটা সাধারণ বিবেচনা বোধ সবার ভেতরেই আছে। কিন্তু এ–জাতীয় মানুষজন সেটার ব্যবহার জানেন না।

এদের কেউ কেউ হয়তো বোকাসোকা। বুদ্ধিশুদ্ধি কম। আবার কেউ মাথামোটা। পরিবেশ-পরিস্থিতির তোয়াক্কাই করে না। ফলে নিজে যেমন হামেশাই বিপদে পড়েন, তেমনই আশপাশের মানুষেরও বিরক্তির কারণ হয়ে দাঁড়ান।

কমন সেন্স নিয়ে সুন্দর কথাটি বলেছেন আমেরিকান অভিনেতা উইল রজার্স। তিনি বলেন, ‘কমন সেন্স অতটা কমন ব্যাপার না।’

উইল রজার্সের জন্মদিন ৪ নভেম্বর। এ জন্যই কাণ্ডজ্ঞান ব্যবহার দিবস হিসেবে এর প্রবর্তক লেখক ও ব্লগার বাড বিলানিচ এই দিনটিকে বেছে নিয়েছেন। ২০১৫ সাল থেকে এই দিবস পালিত হয়ে আসছে।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন