সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

ফিচার
  >
বিশেষ দিবস

জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ

নিউজজি প্রতিবেদক ২ ফেব্রুয়ারি , ২০২৫, ১০:৫৪:১৩

151
  • ছবি : সংগৃহীত

ঢাকা: জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ। নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। এদিকে, ভেজাল ও মেয়াদ উর্ত্তীণ খাদ্য নিষ্ক্রিয়ের জন্য পটুয়াখালীর হাট-বাজারে চালু হয়েছে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার। এতে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলমান থাকলে রোধ হবে ভেজাল খাদ্যের বিস্তার।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় পটুয়াখালীতে চালু হয়েছে একটি করে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার। ৩৩টি খাদ্যপণ্যের মান যাচাই করতে সক্ষম এই পরীক্ষাগারটি।

খাদ্যে ক্ষতিকর রাসায়নিক থাকলেই নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। মাসে অন্তত দুইবার জেলা ভিজিট করে পরীক্ষাগারটি। প্রতিদিন পরীক্ষা করে ২০-২৫টি নমুনা।

পটুয়াখালী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু রায়হান বলছেন, খাদ্যে ভেজালের কারণে বেড়েছে মৃত্যুর সংখ্যা।

 নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন