শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

ফিচার
  >
ভ্রমণ

ভালো একজন ভ্রমণের মানুষ হবেন? কীভাবে?

নিউজজি ডেস্ক ২০ নভেম্বর , ২০১৯, ১৭:০৮:২৬

3K
  • ভালো একজন ভ্রমণের মানুষ হবেন? কীভাবে?

টাকা খরচ করে একটার পর একটা দেশ ঘুরে বেড়ালেই তাকে ভালো পর্যটক বলা হয় না। ভালো পর্যটক হতে হলে তাকে রপ্ত করতে হয় অনেককিছু। নিজের আচরণের সাথে নিজের ও দেশের পরিচয়ও যে প্রমাণ হয়। তাহলে জেনে নেয়া যাক- 

এ বিষয়ে নির্দিষ্ট পদক্ষেপগুলো হলো:

১. সবচেয়ে বেশি প্রচলিত শব্দ বা শব্দবন্ধগুলোর কয়েকটি শিখে নিন

'হ্যালো', 'এক্সকিউজ মি', “থ্যাংক ইউ' এবং 'গুডবাই' এগুলো হলো সাধারণ কয়েকটি ভদ্রতাবাচক শব্দ। যেখানে ভ্রমণ করতে যাবেন সেখনাকার স্থানীয় ভাষায় এই শব্দগুলো শিখে ফেলুন। আপনি যদি শব্দগুলো উচ্চারণ করতে নাও পারেন তবুও এই শব্দগুলো ব্যবহার করা সাধারণ ভদ্রতা হিসেবে গণ্য হবে।

২. দৈহিক ভাষা সম্পর্ক সতর্ক থাকুন

ভিন্ন ভিন্ন দেশের রীতি-নীতিতে বিস্তর ফারাক থাকে। কিন্তু আপনি কখন বা কীভাবে তা নির্দেশ করছেন তাতে অন্যরা আহত হতে পারেন। মুসলিম বিশ্বে বাম হাত দিয়ে শৌচকর্ম করা হয়। অনেক সমাজে চোখ নিচু করে রাখা হয় সম্মান প্রদর্শনের প্রতীক হিসেবে। বিশেষ করে প্রবীণদের সামনে চোখ নিচু করে রাখা হয় সম্মান প্রদর্শণার্থে।

৩. যে দেশে ভ্রমণে যাচ্ছেন সেখানকার সামাজিক রীতি-নীতির সঙ্গে মানানসই পোশাক পরুন

আপনি যদি নিশ্চত না হন, তাহলে আগেভাগেই ছোট্ট একটি গবেষণা করে নিন। এবং যেখানে ভ্রমণে যাচ্ছেণ সেখানকার স্থানীয় মানুষরা কীভাবে পোশাক-আশাক পরেন সে সম্পর্কে একটি স্পষ্ট ধারণা নিন। এবং সে অনুযায়ী পোশাক পরুন। তাহলে নিরাপদ থাকবেন।

৪. ছবি তোলায় সতর্ক থাকুন

ভ্রমণে গিয়ে পুরো সময়টুকু শুধু ছবি তুলে কাটিয়ে দেবেন না। আর সেলফি স্টিক এর ব্যাবহারও সীমিত করুন। বিশেষকরে যা খুবই জ্বালাতনমূলক হতে পারে।

৪. বখশিশ দিন

অনেক দেশে হয়ত বখশিশ দেওয়ার তেমন কোনো চল নেই। তবে অনেক অঞ্চলে, বিশেষকরে পর্যটন শিল্পের জন্য বিখ্যাত অঞ্চলগুলোতে অনেক শ্রমিক আয়-রোজগারের জন্য বখশিশের ওপরই নির্ভর করেন।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন