শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ , ১১ শাওয়াল ১৪৪৫

ফিচার
  >
ভ্রমণ

ঈদের ছুটিতে পাহাড় ও সৈকতে ভ্রমণ পিপাসুরা

নিউজজি ডেস্ক ৬ মে , ২০২২, ১৬:১১:১১

334
  • ঈদের ছুটিতে পাহাড় ও সৈকতে ভ্রমণ পিপাসুরা

ঢাকা : ঈদ-পরবর্তী আনন্দ উদযাপন করতে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়াচ্ছেন দশনার্থীরা। ঈদের লম্বা ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় দেশের দর্শনীয়স্থানগুলোতে বিপুল পরিমাণ পর্যটকদের সমাগম ঘটেছে। পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং পরিচিতজনদের নিয়ে আনন্দ উপভোগ করছেন তারা। দীর্ঘদিন পর করোনার বিধিনিষেধ ছাড়াই উৎসবে শামিল হতে পেরে খুশি দর্শনার্থীরা।

নগর জীবনের যান্ত্রিকতা থেকে দূরে সাগরের নীল জলরাশির মাঝে বাধভাঙ্গা আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। লাখো পর্যটকের উচ্ছাসে মুখরিত বিশ্বের দ্বীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সমুদ্র সৈকত ছাড়াও জেলার সব পর্যটন স্পট ভিড় করছেন পর্যটকরা। সাগর আর পাহাড়ের অপরুপ সৌন্দর্য্য উপভোগ করছেন তারা। 

পর্যটকরা যাতে স্বাচ্ছন্দে ভ্রমণ করতে পারে সেই লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানালেন পুলিশের এ কর্মকর্তা। ঈদের চতুর্থ দিনেও পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নেমেছে। সৈকতের বালিয়াড়িতে নেমে গেয়ে আনন্দ উচ্ছাসে মেতেছেন পর্যটকরা। অনেকে পরিবার নিয়ে সমুদ্রে নোনা জলে সাঁতার কেটে উপভোগ করছেন তাদের ভ্রমন।

ঈদ আনন্দে স্বপ্নের পদ্মা সেতু দেখতেও ভিড় বেড়েছে দর্শনার্থীদের। সেতু সংলগ্ন এলাকাসহ আশেপাশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ ছুটে আসছেন পদ্মা সেতু দেখতে। পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটাচ্ছেন, ঘুরে দেখছেন বহুল প্রতীক্ষিত সেতুর সংযোগ সড়ক, টোল প্লাজা, রেল প্রকল্প, নদী শাসনসহ নানা অবকাঠামো।

পর্যটকের পদভারে মুখর পার্বত্য জেলা রাঙ্গামাটি। ঈদের ছুটিতে যান্ত্রিক জীবনের একঘেয়েমি দূর করতে প্রকৃতির সান্নিধ্যে এসেছেন পর্যটকরা। ঈদের লম্বা ছুটিতে হ্রদ, পাহাড় ও মেঘের মিতালি উপভোগ করতে রাঙ্গামাটি ভ্রমণ করছেন পর্যটকরা। রাঙ্গামাটির ঝুলন্ত সেতু, পলওয়েল পার্কসহ সকল পর্যটন স্পটে রয়েছে পর্যটকের সরব পদচারণা।

মাগুরার মহম্মদপুরের রাজা সীতারাম রায়ের রাজবাড়ি দেখতে ভিড়  করছেন দর্শনার্থীরা। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বাড়িটি ঘূরে দেখছেন করছেন ছবি তুলছেন। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন