বুধবার, জানুয়ারী ১৮, ২০১৭, ১৭:০৪:৪০
ম্যারাডোনার ফুটবল ক্যারিয়ারে একটা সোনালী সময় অতিবাহিত হয়েছে নাপোলি’র হয়ে৷ ক্লাবকে ট্রফি জিতিয়েছেন একাধিকবার ৷ ফুটবল প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন৷ এবার ইতালির সেই বিশ্ব বিখ্যাত ক্লাব নাপোলির গ্লোবাল অ্যাম্ভাসাডর আর্জেন্তাইন কিংবদন্তি৷
ম্যারাডোনার নৈপুণ্যে ১৯৮৭ সালে প্রথমবারের মতো সিরি-আ শিরোপা জেতে নাপোলি। সেই জয়ের এবার ৩০তম বর্ষপূর্তিতে ক্লাবটিতে ফিরবেন প্রাক্তন এই তারকা ফুটবলার। সান পাওলো স্টেডিয়ামে ফেরার ব্যাপারে নাপোলি ক্লাবের প্রেসিডেন্ট আউলেরিও দে লাওরেন্তিসের সঙ্গে মারাদোনার আলোচনাও হয়েছে।
ম্যারাডোনা তাঁর ক্যারিয়ারের সাত বছর নাপোলির হয়ে কাটান। এই সময়ে নাপোলিকে দুটি সিরি-আ খেতাব, একটি ইতালিয়ান কাপ ও উয়েফা সুপার কাপের ট্রফি জেতান তিনি। লাওরেন্তিস জানান, নাপোলির একটি দায়িত্ব নেওয়া ৫৬ বছর বয়সী মারাদোনার এখন শুধু সময়ের অপেক্ষা।
ইতালির নেপলস শহরে ম্যারাডোনাকে খুব সম্মানীয় ব্যক্তিত্ব হিসেবে দেখা হয়। ক্লাবটির প্রতি টান রয়েছে ১৯৮৬ সালে আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ী এই অধিনায়কেরও।
নিউজজি/এসএবি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল
Chief Editor: Khademul Jahan |
Address : 82/2, New Elephant Road, Dhaka: 1205 |
Phone: +880 29614681 |
email: info@newsg24.com
Newsg24.com | A G-Series Company.