বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ , ১৪ মুহররম ১৪৪৭

জীবনযাত্রা

কেমন হবে বৃষ্টি দিনের ফ্যাশন

নিউজজি ডেস্ক আগস্ট ২, ২০২৪, ১২:০৫:৫৭

247
  • ছবি : সংগৃহীত

ঢাকা: বৃষ্টির দিনে বাইরে বের হলে পোশাক বা জুতা নোংরা হবেই। তাই বলে কি স্টাইল ছেড়ে দেবেন? মোটেই না। উল্টো বৃষ্টির দিয়েন ফ্যাশনে তাক লাগাতে পারেন যে কাউকে। এই সময় তৈরি করে ফেলতে পারেন আপনার ‘মনসুন স্পেশাল স্টাইল স্টেটমেন্ট’। দেখবেন এই বাদল দিনেও আপনার থেকে কারও চোখ সরবে না।

পোশাক বাছুন ভেবেচিন্তে

বৃষ্টির এই সময় টপস, স্কার্ট বা হাঁটু পর্যন্ত লম্বা পোশাক পরুন। এতে জামাকাপড়ে কাদা লাগার সম্ভাবনা থাকবে না। সাথে পরতে পারেন সিগারেট কাট প্যান্ট। তবে জিন্স, পালাজো বা ম্যাক্সি ড্রেস এড়িয়ে চলুন। ইচ্ছা হলে পরতে পারেন হাঁটু পর্যন্ত ওয়ান পিস বা জাম্পসুট।

কেমন হবে পোশাকের রং কাপড়

বর্ষায় সিল্কের পোশাক পরার চেষ্টা করুন। এতে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বর্ষার এই সময় কখনই গাঢ় রঙের পোশাক পরবেন না। চেষ্টা করুন হালকা রঙের পোশাক পরতে। সাদার সাথে নীলের হালকা শেড বা হলুদ, সবুজের মতো রঙের পোশাক পরতে পারেন। গাঢ় গোলাপির রঙের পোশাকও এড়িয়ে চলুন।

বর্ষায় জুতা নাকি স্যান্ডেল

বৃষ্টিতে বের হলে জুতা তো ভিজবেই। সেই সাথে রয়েছে গন্ধ হওয়ার আশংকা। এই সময় তাই পরতে পারেন ফ্লিপ-ফ্লপ বা জেলি শুর মতো জুতা। বর্ষাকালে এটি সবচেয়ে বেশি উপযোগী। এই সময় চামড়া বা ভেলভেটের জুতা এড়িয়ে চলুন। এসব জুতায় পা ভিজে থাকে।

সাথে রাখুন হ্যান্ডব্যাগও

এই সময়ে অনেকে হ্যান্ডব্যাগ এড়িয়ে চলেন। একে তো বৃষ্টি, তার উপর একটা অতিরিক্ত জিনিস নিয়ে কে বেরোতে চায়? কিন্তু টুকটাক জিনিস তো সাথে নিতেই হবে, আর তার জন্য ব্যাগ চাই। সেটা যেন অবশ্যই স্টাইলিশ হয়। টোটে ব্যাগ এই সময় খুব উপকারী।

ফ্যাশন হবে ছাতাতেও

বৃষ্টি থেকে বাঁচতে অবশ্যই ছাতা নিয়ে বের হতে হবে। এই প্রয়োজনীয় জিনিসটি নিয়েও হতে পারে ফ্যাশন। এই সময় গাঢ় রঙের ছাতা ব্যবহার করতে পারেন। আর বৃষ্টি হালকা হলে ব্যবহার করতে পারেন ট্রান্সপারেন্ট ছাতা। হালকা রঙের বা প্রিন্টেড ছাতা এই সময়ের ফ্যাশনে দারুণ মানিয়ে যাবে।

নিউজজি/ পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন