নিউজজি ডেস্ক ২৯ জানুয়ারি , ২০১৯, ১৪:২৫:০১
ব্যাং এর ভালোবাসা দিবসের আয়োজন
ফ্যাশন হাউস ব্যাং এই ভালোবাসা দিবসে ক্রেতা সাধারণের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন পণ্য। ‘ব্যাং’র ভালোবাসা দিবসের পোশাকগুলোতে ফুটে উঠেছে বর্তমান ট্রাডিশন।
তারুণ্যে উদ্ভাসিত ব্যাং যেকোনো উৎসবে তারুণ্যেরই জয়গান গেয়ে থাকে। তাই বরাবরের মতো এবারও ফ্যাশন হাউস ব্যাং ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ভালোবাসার রঙ লাল’র কথা মাথায় রেখে লাল রঙয়ের দৃষ্টিনন্দন কাতুয়া এবং লাল পানজাবি এনেছে।
দেশের বৃহৎ পছন্দের ব্র্যান্ড ব্যাং এ পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি-শার্ট, পলো শার্ট, প্যান্ট, ফতুয়া, পাঞ্জাবিসহ সবরকম মানানসই পোশাক।
বিস্তারিত জানতে, হট লাইন : ০১৯৭৭ ১১২ ২৬৪।
follow : facebookhttps://www.facebook.com/bang2006/?ref=settings