নিউজজি ডেস্ক ১৮ ফেব্রুয়ারি , ২০১৯, ১৩:৪৮:৫৭
ব্যাং এর পোশাকে একুশের চেতনার রঙ!
স্বদেশ প্রেম শুধু মেধা-মনন আর অন্তরে নয়, স্বদেশ প্রেম আজ সদা জাগরুক প্রতি মুহূর্তে। যার ফলে দিন বদলের হাওয়ায় পোশাকও আজ বহন করে তার দেশ কাল ঐতিহ্য, বাঙালির বাঙালিয়ানা। তাই পোশাকে আজ উঠে এসেছে শহিদ মিনার, স্মৃতিসৌধ, দুঃখিনী বর্ণমালা, মানচিত্র, পতাকাসহ সমগ্র বাংলাদেশের প্রতিচিত্র।
তারুণ্যের জয়ধ্বনিতে মুখরিত ব্যাং যেকোনো আনন্দে-বিষাদে তারুণ্যের জয়গানই গেয়ে থাকে। তাই বরাবরের মতো এবারও ফ্যাশন হাউস ব্যাং ভাষা দিবসের কথা মাথায় রেখে কালো রঙয়ের বেশক’টি ডিজাইনের দৃষ্টিনন্দন পাঞ্জাবি এনেছে।
দেশের বৃহৎ পছন্দের ব্র্যান্ড ব্যাং ভাষা দিবস উপলক্ষে আধুনিকতার ছোঁয়ায় রঙ বেরঙের শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি, ফতুয়া দিয়ে সাজিয়েছে তাদের আউটলেটগুলো।
এ ছাড়াও ব্যাং এ পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, পলো শার্ট, প্যান্টসহ সবরকম মানানসই পোশাক।
১, ২, ৩ আজিজ সুপার মার্কেট (২য় তলা), শাহবাগ, ঢাকা। আরো বিস্তারিত জানতে, হট লাইন : ০১৯৭৭ ১১২ ২৬৪,
follow us on : facebookhttps://www.facebook.com/bang