নিউজজি ডেস্ক ১৬ মার্চ , ২০১৯, ১০:১৪:৫৭
স্বাধীনতা দিবসে ব্যাঙ
বর্তমান তরুণ প্রজন্ম সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ধর্মীয়, সামাজিক উৎসবের মতো প্রতিটি রাষ্ট্রীয় দিবসগুলোও সাড়ম্বরে পালন করে যায়। তারা বিশ্বাস করে, দেশকে ভালোবাসা মানে মা-বাবাকে ভালোবাসা, সিনিয়র সিটিজেনকে ভালোবাসা, দেশকে মাতৃকারকে ভালোবাসা। জাতীয় সঙ্গীত মনে প্রাণে বিশ্বাস করে বুকে ধারণ করে প্রতিটি নাগরিককে বুকে হাত দিয়ে বলতে হবে; ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...’।
তারুণ্যের এই বোধকে শ্রদ্ধা জানাতে স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্যাশন হাউস স্বাধীনতা দিবসে’র পোশাকগুলোতে লাল সবুজের মিশ্রণে বৃত্ত, মানচিত্র, বিজয় ৭১সহ বিভিন্ন বৈচিত্র্যের সমাহার। তারুণ্যের জয়ধ্বনিতে মুখরিত ব্যাঙ যে কোন উৎসবে তারুণ্যেরই জয়গান গেয়ে থাকে।
তাই বরাবরের মতো এবারও ফ্যাশন হাউস ব্যাঙ স্বাধীনতা দিবসের চেতনাকে বুকে ধারণ করতে স্বাধীনতা দিবসের রং লাল সবুজ’র কথা মাথায় রেখে লাল সবুজ রং’র দৃষ্টিনন্দন কাতুয়া এনেছে।
এছাড়াও দেশের বৃহৎ পছন্দের ব্র্যান্ড ব্যাঙ এ পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি-শার্ট, পলো শার্ট, প্যান্ট, ফতুয়া, পাঞ্জাবিসহ সবরকম মানানসই পোশাক। ১,২,৩ আজিজ সুপার মার্কেট (২য় তলা), শাহবাগ, ঢাকা।
মুঠোফোন : ০১৯৭৭ ১১২ ২৬৪, follow us on facebook : https://www.facebook.com/bang2006