নিউজজি প্রতিবেদক ৪ জানুয়ারি , ২০২০, ১৫:৫৭:৫০
ছবি: নিউজজি২৪
ঢাকা: ক্রেতাদের ব্যাপক চাহিদার কারণে এবার দ্বিতীয় শোরুম উদ্ভোধন করলো এসআর ফ্যাশন মার্ট। গত শুক্রবার বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে "ইনস্টাইল বাই শিফা" বুটিক হাউসের উদ্ভোধন হয়ে গেল। এখানে ছোট বড় সকল বয়সী মেয়েদের নানারকম বৈচিত্র্যময় পোশাক ও হিজাব সুলভ মূল্যে পাওয়া যায়।
প্রতিষ্ঠানের কর্ণধার নারী উদ্যোক্তা সারোয়ার জাহান শিফা জানান, শিক্ষা জীবন থেকেই উদ্যোক্তা হবার ইচ্ছা ছিল। তার স্বপ্ন পূরণে তিনি আরেক ধাপ এগিয়ে গেলেন। স্বল্পমূল্যে বৈচিত্র্যময় পোশাকের কারণেই ক্রেতাদের মন জয় করেছে এ বুটিক শপটি। তার দুটি শপ ছাড়াও অনলাইনেও আগের মতো পোশাক ক্রয় করা যাবে। তিনি তার আয়ের একটি অংশ সামাজিক কাজে ব্যয় করেন।
দোকানের ঠিকানা: ১০২৯, সীমান্ত সম্ভার, ৩য় তলা, ধানমন্ডি, ঢাকা।
নিউজজি/ এস দত্ত