নিউজজি ডেস্ক ১১ জুন , ২০১৮, ১৫:৫৫:৪৭
বিয়েবাড়ির গল্প মেহেদী উৎসব ২০১৮
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদ মানে নতুন এর ছোঁয়া আর ঈদ মানেই মেহেদীর রঙে হাত রাঙানো। এই প্রথম বিয়েবাড়ির-গল্প ও নিঝু বিউটি পার্লারের আয়োজনে আগামী ২৮ই রমজান থেকে ২৯শে রমজান দুদিন ব্যাপী নারায়ণগঞ্জ, চাষাড়া বালুর মাঠের পাশে বিয়েবাড়ির-গল্প শোরুমে এই ঈদ মেহেদী উৎসবের আয়োজন করা হবে।
বিয়েবাড়ির-গল্প শোরুমের সুন্দর ও মনরম পরিবেশ এ সুলভ মুল্যে সুন্দর সুন্দর ডিজাইন এর মেহেদীতে রাঙাতে পারবেন আপনার হাত। এই উৎসবের
তারিখ : ১৩ এবং ১৪ জুন সময় : বেলা ১০ টা হতে টা পর্যন্ত ।
স্থানঃ ২০৮/ ৫, ভাষা সৈনিক সড়ক, চাষাড়া বালুর মাঠ, নারায়ণগঞ্জ সিটি। তারিখঃ ২৫ রমজান হতে ২৬ রমজান পর্যন্ত।
এখানে ফ্রিতে মেহেদী লাগাতে পারবেন মেহেন্দির রঙ ১০০% কালার গেরান্টি। সেরা প্রতিযোগীদের জন্য যে পুরস্কার থাকবে ১ম স্থান অধিকারীণীর জন্য ৫০০০ টাকার ফ্রি ঈদ শপিং ২য় স্থান অধিকারীণীর জন্য ৩০০০ টাকার ফ্রি ঈদ শপিং ৩য় স্থান অধিকারীণীর জন্য ৩০০০ টাকার ফ্রি ঈদ শপিং। যোগাযোগ- 01730068021