নিউজজি ডেস্ক ১৯ জুলাই , ২০১৮, ১৬:২৮:০০
রোদে রোদচশমা
সানগ্লাস চোখের পোশাকের পাশাপাশি চোখের পাহারাদার হিসেবে কাজ করে।কারণ সূর্যের অতি বেগুনি রশ্মি যা আমাদের চোখের কর্নিয়া এবং রেটিনার ক্ষতি করতে পারে। এ ক্ষতিকর অতি বেগুনি রশ্মিকে সানগ্লাস আমাদের চোখে পৌঁছতে দেয় না এবং প্রতিহত করে। বেলা ১১ থেকে বিকাল ৪টা পর্যন্ত সূর্যের আলোর তীব্রতা বেশি থাকে, তাই এ সময় সানগ্লাস ব্যবহার করা উচিত।
যেকোনো ফ্যাশনের সানগ্লাস না কিনে আগে অবশ্যই যাচাই-বাছাই করে দেখবেন আপনাকে মানাচ্ছে কি না। গোলগাল চেহারা হলে অবশ্যই সানগ্লাসের গ্লাসটা যেন একটু লম্বাটে ধরনের হয় সেদিকে খেয়াল রাখবেন। একটু লম্বাটে চেহারা হলে ডাম্বেল বা মুগুরাকৃতির সানগ্লাসে বেশ ভালো মানাবে।
কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন, চোখের কোন ঢেকে যায় এমন সানগ্লাসই কিনবেন। শেড গ্লাসের এখন খুব চাহিদা। সেই কথা বিবেচনা করে সলিড কালারের চেয়ে শেড সানগ্লাস ব্যবহার করতে পারেন। সাধারণত ড্রেসের কালার আর নিজের পছন্দের কথা মাথায় রেখে ব্যবহার করতে পারেন এই শেড গ্লাসগুলো। লক্ষ রাখবেন- চিকিৎসকের মতে, বাদামি রং এবং বাদামি শেডের সানগ্লাস চোখের জন্য ভালো, আরাম পাওয়া যায়। সানগ্লাসে নীল রংটা এড়িয়ে চলুন। রোদে সানগ্লাস পরে বাড়ি ফিরে চোখে পানির ঝাপটা দিন। খালি চোখে বা সানগ্লাস পরে সরাসরি সূর্যের দিকে তাকাবেন না।
গুচির সানগ্লাসের দাম পড়বে ৮ হাজার থেকে ১৪ হাজার টাকা। রে ব্যান ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা, আরমানি ৩ হাজার থেকে ১০ হাজার টাকা। কেলভিন ক্লেইন ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা, পোলিস আড়াই হাজার থেকে ১০ হাজার টাকা। এছাড়া ক্যারেরা, প্রাডা, পোর্শে, ডায়ার এগুলো পাওয়া যাবে ১ হাজার ৮শ’ থেকে ৮ হাজার টাকায়।
রাজধানী ঢাকায় ভাল মানের সানগ্লাস বা চশমার ফ্রেমগুলো পেতে চান তাহলে ঢাকার এলিফেন্ট রোডে যেতে পারেন। বসুন্ধরা, নিউমার্কেট ও গাউছিয়া মার্কেটে ভাল মানের চশমা পাবেন। এছাড়াও যারা ঘরে বসে হাজারও কালেকশন গুলোর মধ্যে থেকে পছন্দের সানগ্লাসটি বেছে নিতে চান তারা দেশের সবচেয়ে বড় অনলা্ইন শপিংমল আজকের ডিল ডট কমের ওয়েবসাইটে গিয়ে নক করতে পারেন। শপিংমল আজকের ডিলে লেডিস সানগ্লাসের হাজারও কালেকশন রয়েছে যেখান থেকে আপনি আপনার পছন্দেরটি অর্ডার করতে পারবেন।
মডেল - ফারহানা শায়লা