নিউজজি ডেস্ক ৩০ আগস্ট , ২০১৮, ১২:১২:৫৩
শরৎএ ব্যাঙ
ঋতু বৈচিত্রতায় শরৎ’র অবস্থান ভিন্নতর। তাইতো শরৎ ঋতুকে সামনে রেখে ব্যাঙ আয়োজন করেছে রুচিশীল ও উৎসব নির্ভর পোশাক।
ব্যাঙ নিজের সৃজনশীলতায় তৈরি করেছে একদম আলাদা স্টাইলের পোশাক। দেশের বৃহৎ পছন্দের ব্র্যান্ড ব্যাঙ এ পাওয়া যাবে আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টিশার্ট, পলো শার্ট, ফতুয়া, কাতুয়া, প্যান্ট, পাঞ্জাবিসহ নানা রকম মানানসই পোশাক।
শরতের এই হাওয়ায় নিজেকে মানানসই করে তুলে ধরতে বেছে নিতে পছন্দের পোশাকটি। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন। রোড : ১, সেকশন : ৬, ব্লক : ক, (জাতীয় সুইমিং কমপ্লেক্স’র বিপরীতে), মিরপুর : ১, ঢাকা : ১২১৬। হট লাইন : ০১৯৭৭১১২২৬৪, on facebook : https://www.facebook.com/bang2006 ।