নিউজজি ডেস্ক ১ সেপ্টেম্বর , ২০১৮, ১৭:০৫:৫১
আর্টের শরৎকালীন অফার
এই শরতে আর্ট আউট লেট এ রঙের বিন্যাস আর নজরকাড়া বৈচিত্র্যের, এক্সক্লুসিভ ডিজাইনের বেশকিছু শার্ট পাওয়া যাচ্ছে। ঋতু বৈচিত্রের কথা মাথায় রেখে ফেব্রিক্স ও রঙের ক্ষেত্রে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব।
আর্ট যে কোন উৎসবে নিত্য নতুন ডিজাইনের ব্যাপক শার্ট’র আয়োজন করে। আর্ট’র শার্ট তৈরি করা হয়েছে সুতি, লিলেন কাপড়ে বিভিন্ন হাতের কাজ ও প্রিন্টের মাধ্যমে। নকশা করা নিজস্ব ডিজাইনে নতুন চিন্তা, লেআউট ও কম্বিনেশনে ক্রেতারা পাবেন ভিন্নমাত্রার আমেজ।
উৎসব আয়োজনে প্রধানত জোর দেয়া হয়েছে পোশাকের উপকরণের ডিজাইনে, কাট প্যাটার্ন ও ফিনিশিংয়ে এবং একসেসরিজের ব্যবহারে। ক্রেতাদের কথা ভেবে কয়েকটি মূল্যসীমায় শার্ট’র কালেকশন সাজিয়েছে। আর্টএ আছে ফ্যাশন সচেতন ছেলেদের জন্য পাঞ্জাবি, পলো শার্ট, টি-শার্ট। এ ছাড়াও নতুন ডিজাইন ও নতুন কালেকশনে রয়েছে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের পোশাক।
সামাজিক যোগাযোগ : Face book :https://www.facebook.com/artbd
নাম: Abu Hasan siddiki Ifsan ২০১৮-০৯-১২ ১৮:০৪:১০ |
মন্তব্য: wonderful collection |