নিউজজি ডেস্ক ২২ নভেম্বর , ২০১৮, ১৪:১৬:১৭
অনলাইন শপ সুহৃদ
ঋতু বৈচিত্র্যতার কারণে হেমন্ত বাঙালি জীবনে তাৎপর্যপূর্ণ ঋতু। হেমন্ত ঋতু বৈচিত্রের কথা চিন্তা করে অনলাইন ফ্যাশন শপ সুহৃদ বেশ কিছু স্টাইলের পোশাক এনেছে।
শীত আসছে কিন্তু গরমটা একটু রয়ে গেছে। এমন আবহাওয়াতে একটু আরামদায়ক পোশাক বেছে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। সুতি এবং পাতলা কাপড়ের শার্ট ও কুর্তি এই আবহাওয়াতে পুরুষ এবং নারীরা বেশি পড়তে পছন্দ করে।
আবহাওয়া বিবেচনায় হেমন্ত উপলক্ষে অনলাইন ফ্যাশন শপ সুহৃদ বাজারে এনেছে হাতের কাজের পোশাক। পাশাপাশি অ্যান্ডি ও সুতির হাতের কাজের পাঞ্জাবিও। সুহৃদ বেশ কিছু জ্যামিতিক মোটিফের পাঞ্জাবি বাজারে এনেছে।
এছাড়াও অ্যাপলিক, অ্যাম্ব্রয়ডারি, কারচুপি, হাতের ভরাট কাজ ও বিভিন্ন লেস ব্যবহার করে পোশাক এ দেয়া হয়েছে নান্দনিক ছোঁয়া।
হট লাইন: ০১৫৫৪ ৮৫৫ ৩৮৪, https://www.facebook.com/shuhrid.bd/?ref=bookmarks
https://www.facebook.com/shuhrid.bd/?ref=bookmarks