নিউজজি ডেস্ক ২৮ নভেম্বর , ২০১৮, ১২:০২:১০
এই প্রথম একসঙ্গে সুবর্ণা ও মৌ
বহুমাত্রিক প্রতিভায় অনন্য অবস্থানে সুবর্ণা মুস্তাফা। এদেশের সফল মেয়েদের আদর্শও তিনি। অভিনয় ক্যারিয়ার গড়ার আগে মেয়েরা সুবর্ণা মুস্তাফার পাঠ নিয়ে নেয়। অন্যদিকে সাদিয়া ইসলাম মৌ এদেশের মডেলিংয়ের দিকপাল হয়ে আছেন। মডেলিংকে মূলধারায় জনপ্রিয় করার ক্ষেত্রে মৌ এর তুলনা মৌ একাই। এবার একসঙ্গে সুবর্ণা ও মৌ। একত্রে মডেল হয়েছেন দুজন। আর এই দারুণ কাজটি করেছে জনপ্রিয় ফ্যাশন প্রতিষ্ঠান বিশ্বরঙ’।
কীভাবে এই কাজটি সম্ভব হলো, এই প্রসঙ্গে বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা জানালেন তার উচ্ছ্বসিত মন্তব্য ‘বাংলাদেশের অভিনয় ও মডেলিং এর দুই মহারথী তাঁরা দুজন। তাঁরা একত্রে মডেল হয়েছেন বিশ্বরঙে, এটা দারুণ খবর। দারুণ কাজ। ডিসেম্বরে আমাদের পঁচিশ বছর উদযাপন, তারচেয়ে বড় কথা হচ্ছে, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। বিজয়ের মাসে বিশ্বরঙের যে আয়োজন সেখানে দুই ক্ষেত্রের দুইজন বিজয়ী মানুষকে সম্পৃক্ত করার অনুভূতিটা সত্যিই আলাদা। দুজনেই এখনও সমানতালে কাজ করছেন। এই সফল দুজন মানুষকে বিজয় দিবসে সঙ্গে পেয়ে বিশ্বরঙ আনন্দিত ও গর্বিত’।
অনেকেই একত্রে কাজ করছেন, তবে বাংলাদেশের এরকম দুইজন গুণী মানুষ একত্রে কাজ করাটা সবার জন্যই চমক।