নিউজজি ডেস্ক ১ ডিসেম্বর , ২০১৮, ১৬:০২:৩৮
কুমিল্লার কান্দির পাড় এ আর্ট’র নতুন শো রুম
ফ্যাশন আউটলেট ‘আর্ট’ সবসময় চেষ্টা করে সম্মানিত গ্রাহকবৃন্দের সেবা দিতে। তাই আর্ট এই হেমন্তে কুমিল্লার কান্দির পাড়, বাদুরতলাতে নতুন শো রুম উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের সুবিধার্থে সকল পণ্যে দেয়া হচ্ছে ২০% ডিসকাউন্ট সুবিধা। ক্রেতা সাধারণ এই ডিসকাউন্ট সুবিধা পাবেন ১ ডিসেম্বর পর্যন্ত।
শীত আসন্ন। ফ্যাশন হাউসগুলো শীতকে সামনে রেখে নিয়ে এসেছে বাহারি ডিজাইনের পোশাক। ‘আর্ট’ হেমন্ত ও আসন্ন শীত ঋতু উপলক্ষ্যে ফ্যাশন সচেতনদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক এনেছে। আর্ট’র হেমন্ত ঋতুর পোশাকগুলোতে ফুটে উঠেছে বর্তমান ট্রাডিশন। আর্ট’র পোশাকগুলোর অন্যতম বৈশিষ্ট্য মার্জিত কালার কম্বিনেশন। পোশাকের কাপড়ের ক্ষেত্রে প্রাধান্য দেয়া হয়েছে সম্পূর্ণ কটন কাপড়। তারুণ্যের চাহিদা বিবেচনায় শতভাগ সুতি কাপড়ে এবং হালকা কালারের ভেতর পোশাকের ডিজাইনে আনা হয়েছে বৈচিত্র্য।
ফ্যাশন হাউস ‘আর্ট’ আসন্ন শীত ঋতুতে নতুন ডিজাইন ও নতুন কালেকশনে রয়েছে ফুল হাতা শার্ট, টি-শার্ট, পলো শার্ট, গ্যাবার্ডিন প্যান্ট, পানজাবি।
Facebook : https://www.facebook.com/artbd/