নিউজজি ডেস্ক ৯ ডিসেম্বর , ২০১৮, ১০:৪৭:২৯
বিজয় দিবসে ব্যাঙ’র আয়োজন
তারুণ্যে উদ্ভাসিত ব্যাঙ তারুণ্যের জয়গান গেয়ে থাকে প্রতিটি উৎসবে। তাই তারুণ্যের জয়গাঁথা, তারুণ্য নির্ভর প্রতিটি দিবসকে সামনে রেখে ব্যাঙ তরুণদের সাথে একাত্মতা প্রকাশে আয়োজন করে ফ্যাশনেবল দিবসপোযুগী পোশাক।
ফ্যাশন হাউস ব্যাঙ উৎসব নির্ভর রুচিকে প্রাধান্য দিয়ে তার সাধ্যের ভেতরে আয়োজন করে থাকে রুচিশীল পোশাকের।
বিজয় দিবসের চেতনাকে বুকে ধারণ করে ব্যাঙ বিজয় দিবসের চিরন্তণ লাল সবুজের আবহকে ধারণ করতে এনেছে লাল সবুজ মিশ্রিত দৃষ্টিনন্দন কাতুয়া|
ব্যাঙ নিজের সৃজনশীলতায় তৈরি করেছে একদম আলাদা স্টাইলের পোশাক।
দেশের বৃহৎ পছন্দের ব্র্যান্ড ব্যাঙ এ পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, পলো শার্ট, ফতুয়া, কাতুয়া, প্যান্ট, পাঞ্জাবি, ব্লেজার, সোয়েটার, কটিসহ নানারকম মানানসই পোশাক।
শীতের এই হিমেল হাওয়ায় নিজেকে মানানসই করে তুলে ধরতে বেছে নিন পছন্দের পোশাকটি। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন। হট লাইন: ০১৯৭৭১১২২৬৪।
facebook. https://www.facebook.com/bang2006/?ref=settings