শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ , ১১ শাওয়াল ১৪৪৫

জীবনযাত্রা
  >
অন্যান্য

বেতে সাজে যদি ঘর, প্রয়োজনও মেটে

নিউজজি ডেস্ক ১৫ সেপ্টেম্বর , ২০১৮, ১৬:৪২:৫৭

6K
  • বেতে সাজে যদি ঘর, প্রয়োজনও মেটে

বাঁশের মত বেতও এক প্রকার উদ্ভিদ যা আমাদের দেশের সম্পদ৷ বেত এক ধরনের লতানো বা সোজা বেয়ে ওঠা পাম গাছ যাতে শুল্কযুক্ত ফল হতে দেখা যায়৷ বেত বাংলাদেশের একটি উল্লেখযোগ্য বনজ সম্পদ যা দিয়ে নানা ধরনের আসবাবপত্র তৈরি থেকে শুরু করে সাংসারিক কাজে লাগে এমন জিনিস তৈরি করা যায়৷ 

বর্তমানে দেশের প্রায় সবখানেই বেতের তৈরি নিত্য প্রয়োজনীয় নানা জিনিস পরিবারের সবাই মিলে তৈরি করা যায়৷ এ কাজে বেশি জায়গার দরকার হয় না৷ সেইসাথে কম পুঁজিতে এসব তৈরি করে বাড়তি আয় করা যায়৷ বেত দিয়ে তৈরি নানা রকম জিনিসপত্র সংসারের খুব কাজে লাগে৷ যেমন- খালই বা ডুলা, টুকরি, কুলা, চালুনি, ঝাড়ু, মাথাল, পলো, চাই, খাড়ি, ঝাকা, ঝুড়ি, সের, কড়াই, ট্রে, ওভাল ট্রে, ছোট ধামা, ধামা, মোড়া ইত্যাদি৷ আর এসবই বেত শিল্পের আওতাভুক্ত৷ 

বেতের তৈরি জিনিসের দাম একটু বেশি হয়ে থাকে। আপনি ১০০ টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকার জিনিস পাবেন। দরাদরি করে কিনলে অনেক কম দামেই পছন্দের জিনিসটি পেয়ে যাবেন। 

বাঁশ, বেত ও কাঠের তৈরি বিভিন্ন জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে দোয়েল চত্বর এলাকায় পাবেন। ঢাকা কলেজের সামনের রাস্তায় ও মাটির জিনিস পত্র পাওয়া যায়। এ ছাড়া বেতের জিনিসের জন্য আপনি আরও যেতে পারেন গ্রীন রোড এলাকায়। তাছাড়া বাঁশ, বেত ও কাঠের তৈরি বিভিন্ন ঘর সাজানোর উপকরণ আপনি পেতে পারেন আড়ংয়ের বিভিন্ন শাখায়।

ছবি ও তথ্য – ইন্টারনেট 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন