মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১ জুমাদাউস সানি ১৪৪৬

গণমাধ্যম

বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেসক্লাব ও আগরতলা প্রেসক্লাবের সদস্যদের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি , ২০২৪, ০১:৩০:৩১

302
  • বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেসক্লাব ও আগরতলা প্রেসক্লাবের সদস্যদের শ্রদ্ধা

গোপালগঞ্জ: রোববার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক শ্যামল দত্তের তত্ত্বাবধানে আগরতলা (ভারত) প্রেসক্লাবের সদস্যরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এ সময় আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রমাকান্ত দে’সহ জাতীয় প্রেসক্লাব ও আগরতলা (ভারত) প্রেসক্লাবের ১৭ জন সদস্য উপস্থিত ছিলেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

পরে বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স প্রশাসনিক ভবনে নিরক্ষিত পরিদর্শক বইয়ের মন্তব্য লিখে স্বাক্ষর করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক রমাকান্ত দে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন