শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ , ৩ রবিউল আউয়াল ১৪৪৬

গণমাধ্যম

১১ বছর পর সম্প্রচারে আসছে দিগন্ত টিভি

নিউজজি প্রতিবেদক ৮ আগস্ট , ২০২৪, ১৬:৫০:৪৬

87
  • ছবি: সংগৃহীত

ঢাকা: ১১ বছর পর আবারও সম্প্রচারে আসছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশন। ২০১৩ সালে বিদ্বেষ, গুজব ছড়ানো ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে সাময়িক সম্প্রচার বন্ধ করে দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। কিন্তু আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) গণমাধ্যমটির স্থগিতাদেশ প্রত্যাহার করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

আজ এ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।  তিনি জানান, টেলিভিশন কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে এ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনের পরে সৃষ্টি হওয়া গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা পলায়নের পর বদলে যেতে শুরু করে দেশের সার্বিক চিত্র। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারও আসছে। এরই মধ্যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ১৫ বছর নিপীড়নের শিকার হওয়া প্রতিষ্ঠানগুলো।

এর আগে গত ৬ আগস্ট দিগন্ত টেলিভিশন কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাবেক সব কর্মকর্তা জড়ো হন। পুনরায় নতুন করে চালু হওয়ার বিষয় নিয়ে আলোচনা করতেই তারা একত্রিত হন। আর আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করল।

নিউজজি/এস দত্ত/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন