মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

অন্যান্য
  >
ইউক্রেন সংকট

রাশিয়ায় সেনা হিসেবে নাম লেখালেই বোনাস ১৯ লাখ রুবল

নিউজজি ডেস্ক ২৫ জুলাই , ২০২৪, ১০:২৮:২২

126
  • রাশিয়ায় সেনা হিসেবে নাম লেখালেই বোনাস ১৯ লাখ রুবল

ঢাকা: ইউক্রেন যুদ্ধের জন্য সেনা সংগ্রহ চালিয়ে যাচ্ছে রাশিয়া। আর এ জন্য তরুণদের বিশাল অর্থ দেওয়ারও পরামর্শ দিয়েছে রুশ কর্তৃপক্ষ। মূলত ইউক্রেন যুদ্ধে সেনা সংখ্যা বাড়াতে তরুণদের আগ্রহী করতেই এমন প্রস্তাব দেওয়া হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রায় তিন বছর হয়ে যাচ্ছে। এমতাবস্তায় নতুন সেনা জোগাড় করে যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে গেছে। ফলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বড় অঙ্কের বেতন-বোনাসের ঘোষণা দিয়ে তরুণদের নতুন সেনা হিসেবে টানতে চাইছেন।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন, তাঁর শহরের বাসিন্দাদের জন্য এককালীন ভর্তি বোনাস বা সেনা হিসেবে নাম লেখালেই বোনাস হিসেবে ১৯ লাখ রুবল বা প্রায় ২৬ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন।  

গত মঙ্গলবার সোবিয়ানিনের এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়। এই বিবৃতিতে আরও বলা হয়, সেনা হিসেবে যোগদান করলে প্রথম বছরেই ৫২ লাখ রুবল বা ৭০ লাখ টাকার বেশি আয়ের সুযোগ থাকছে। আবার যুদ্ধে গিয়ে কেউ আহত হলে, তাঁকেও এককালীন অর্থ দেওয়ার কথা বলা হয়েছে। কেউ মারা গেলে তাঁর পরিবারের জন্যও এককালীন বিশাল পরিমাণের অর্থ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে, রাশিয়ার ঠিক কত সেনা হতাহত হয়েছে, সে বিষয়টি এখনও গোপন রাখা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, এই যুদ্ধে রুশ সেনা নিহতের হার অনেক বেশি। গত মে বা জুন মাসেই ৭০ হাজারের বেশি সেনা হতাহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সূত্র: রয়টার্স

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন