বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ , ১৮ রমজান ১৪৪৫

অন্যান্য
  >
করোনাভাইরাস

ফিলিস্তিন আরো ৭২ হাজার ডোজ করোনার টিকা প্রাপ্তি

নিউজজি ডেস্ক ২২ এপ্রিল , ২০২১, ১৩:০৭:১৯

363
  • ছবি : ইন্টারনেট থেকে

ঢাকা: জাতিসংঘের কোভিক্স কর্মসূচির আওতায় আরো ৭২ হাজার ডোজ করোনার টিকা পেয়েছে ফিলিস্তিন। এটি জাতিসংঘের পাঠানো টিকার দ্বিতীয় চালান। গত মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যাস্ট্রাজেনেকার এ টিকা পাওয়ার কথা জানান।
 
এর আগে গত ১৭ মার্চ প্রথম দফায় জাতিসংঘের কোভিক্স কর্মসূচির আওতায় ফাইজারের ৩৭ হাজার ৪৪০ এবং ২৪ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা পায় ফিলিস্তিন।
 
 স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দ্বিতীয় দফায় পাওয়া টিকা থেকে ২৮ হাজার ৮০০ ডোজ গাজায় এবং পশ্চিমতীরে পাঠানো হবে ৪৩ হাজার ২০০ ডোজ।
 
কোভিক্স কর্মসূচির আওতায় জাতিসংঘ ২০২১ সালের মধ্যে বিনামূল্যে স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোকে ২ বিলিয়ন ডোজ টিকা সরবরাহ করবে।
 
ফিলিস্তিনে এ পর্যন্ত ৩ লাখ ১০ হাজার ৫৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৩ হাজার ৩১৯ জন।

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন