নিউজজি ডেস্ক ৯ জানুয়ারি , ২০২১, ১২:১১:১৬
ছবি : ইন্টারনেট থেকে
ঢাকা: চীনের উত্তরের শহর শিজিয়াঝুয়াংয়ে আবারো করোনার প্রকোপ দেখা দেওয়ায় এক কোটি ১০ লাখ মানুষকে লকডাউনের আওতায় আনা হয়েছে। শহরটির শতাধিক বাসিন্দার করোনা শনাক্তের পর এ ঘোষণা দেওয়া হয়।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাসিন্দাদের শহর থেকে বের হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। নগরীরর প্রত্যেক বাসিন্দাই যেন করোনার পরীক্ষা করাতে পারেন সেজন্য পাঁচ হাজারের বেশি পরীক্ষাকেন্দ্র চালু করা হয়েছে।
উল্লেখ্য, শিজিয়াঝুয়াং শহরটি হুবেই প্রদেশে অবস্থিত। বৃহস্পতিবার এখানে ১২০ জনের করোনা শনাক্ত হয় এবং এর প্রত্যেকেই এই নগরীর বাসিন্দা। শহরটিতে এমন সময় লকডাউন ঘোষণা করা হয়েছে যখন চীনা নববর্ষ উদযাপনের সময় ঘনিয়ে আসতে শুরু করেছে। প্রতি বছর এই নববর্ষ উপলক্ষে বিভিন্ন দেশ থেকে লাখ লাখ চীনা স্বজনদের সঙ্গে দেখা করতে দেশে ফেরেন কিংবা এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাতায়াত করেন।