নিউজজি ডেস্ক ১১ জানুয়ারি , ২০২১, ১৭:১০:১৮
ছবি : ইন্টারনেট থেকে
ঢাকা: করোনাভাইরাসে ভারতে মৃত্যু দেড় লাখ ছাড়িয়ে গেলো। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৫১ হাজার ১৬০ জন। ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৩১১ জন। এই সময়ে মারা গেছেন ১৬১ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ৪ লাখ ৬৬ হাজার ৫৯৫ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯৫৯ জন সুস্থসহ দেশটিতে ১ কোটি ৯২ হাজার ৯০৯ রোগী করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।
ভারতে এ পর্যন্ত যত কোভিড রোগীর মৃত্যু হয়েছে তার এক-তৃতীয়াংশই মহারাষ্ট্রে। রাজ্যটিতে মোট মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। কর্নাটক ও তামিলনাড়ুতে তা ১২ হাজার ছাড়িয়েছে। দিল্লিতে সাড়ে ১০ হাজার পার করেছে।