নিউজজি ডেস্ক ১২ জানুয়ারি , ২০২১, ১৩:৪০:২৬
ছবি : ইন্টারনেট থেকে
ঢাকা: ভারতের টিকা উৎপাদনকারী সংস্থা সেরাম ইন্সটিটিউট থেকে বিশেষ বিমানে কলকাতায় আসছে প্রায় সাত লক্ষ ভ্যাকসিন। সোমবার (১১ জানুয়ারি) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভিডিও বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি ডোজ করোনার টিকার দাম ধার্য হয়েছে ২০০ টাকা। প্রাথমিকভাবে সরকারকে ১.১ কোটি ডোজ দেবে সেরাম। আপাতত ২০০ টাকা করে পড়ছে প্রথম ১০ কোটি ডোজের দাম।
এর আগে, সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা জানিয়েছিলেন, সাধারণ বাজারে করোনা টিকার দাম প্রায় এক হাজার রুপি হতে পারে। কিন্তু সরকার এককভাবে বিপুল পরিমাণ টিকা নেওয়ায় দাম অনেকটাই কম পড়ছে। অন্য দেশে সরবরাহের আগে ভারতীয়দের মধ্যে টিকা বিতরণের ওপর জোর দেবে সিরাম।