নিউজজি ডেস্ক ২০ জানুয়ারি , ২০২১, ১০:৫৮:৩৭
ছবি : ইন্টারনেট থেকে
ঢাকা: প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গেল দিনেও বিশ্বে প্রানহানি হয়েছে সাড়ে ১৪ হাজার মানুষের। এনিয়ে মোট মৃত্যু ২০ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে। আর নতুন পৌনে ছয় লাখসহ মোট আক্রান্ত ৯ কোটি ৬৬ লাখের বেশি।
ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে বেড়েছে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা। সবচেয়ে ভয়াবহ অবস্থা যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় ১৬১০ জনের মৃত্যু হয়েছে। জার্মানির বাভারিয়ায় নতুন ধরণের করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ জন।
এদিকে বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনার টিকাদান কর্মসূচি। ভারতে টিকা শুরু হলেও আশানুরুপ মানুষ অংশ নিচ্ছেনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।