নিউজজি ডেস্ক ২১ জানুয়ারি , ২০২১, ১০:৩৮:১৭
ছবি : ইন্টারনেট থেকে
ঢাকা : ভারত সরকারের উপহার দেয়া অক্সফোর্ডের করোনা ভাইরাসের ২০ লাখ ডোজ টিকা দেশে আসছে আজ। বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে টিকা বহনকারী এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট।
ভারতের উপহার দেয়া ২০ লাখ ডোজের সাথে বেসরকারি ভাবে আরো ১৫ লাখ ডোজ টিকা আসবে একই ফ্লাইটে। ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আনুষ্ঠানিক ভাবে এই টিকা পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন।
এছাড়া, ২৫ বা ২৬ জানুয়ারি আসবে ক্রয়চুক্তির ৩ কোটি ডোজের প্রথম চালানের ৫০ লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা। করোনার টিকা পেতে সরকার নির্ধারিত ‘সুরক্ষা’ অ্যাপে অনলাইনে নিবন্ধন করতে হবে।