নিউজজি ডেস্ক ২৫ ফেব্রুয়ারি , ২০২১, ২১:৪০:২১
ছবি : সংগ্রহ
ঢাকা: করোনার টিকা প্রাপ্তির অগ্রাধিকার তালিকায় এবার যুক্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন থেকে তারা নিবন্ধন করে টিকা নিতে পারবেন। এদিকে তিন সপ্তাহে টিকা নিয়েছেন ২৮ লাখেরও বেশি মানুষ। নিবন্ধন করেছে ৪১ লাখ নাগরিক।
তিন সপ্তাহ ধরে চলা করোনার টিকাদান কর্মসূচিতে এবার অগ্রাধিকার তালিকায় যুক্ত হলেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কোটার ভিত্তিতে এখন থেকে অনলাইনে নিবন্ধন করে টিকা নিতে পারবেন তারা।
আজ (বৃহস্পতিবার) টিকা নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ ও ১৪ দলের সমন্বয়ক আমীর হোসেন আমু। রাজধানীসহ সারাদেশের এক হাজারেরও বেশি কেন্দ্রে দৈনিক প্রায় ২ লাখ মানুষকে টিকা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ২৮ লাখেরও বেশি মানুষ। আর টিকা নিতে নিবন্ধন করেছে ৪১ লাখ নাগরিক।
কেন্দ্রে কেন্দ্রে মানুষের ভিড় থাকলেও কোন ধরণের ঝামেলা ছাড়াই টিকা দিতে পারছেন সাধারণ মানুষ।এদিকে, দেশে করোনায় মৃত্যুর হার আবারো কমতে শুরু করেছে। সরকারি হিসেবে গেলো দিনে করোনায় মারা গেছে ৫জন। আর নতুন করে শনাক্ত হয়েছে ৪১০ জন।