শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ , ৫ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
একুশে বইমেলা

অমর একুশে গ্রন্থ মেলায় বিক্রি হয়েছে ৬০ কোটি টাকার বই

নিউজজি ডেস্ক ৩ মার্চ , ২০২৪, ০০:২১:৪১

  • অমর একুশে গ্রন্থ মেলায় বিক্রি হয়েছে ৬০ কোটি টাকার বই

ঢাকা: অমর একুশে গ্রন্থ মেলায় আজ পর্যন্ত ৬০ কোটি টাকার বই বিক্রি হয়েছে। প্রকাশিত হয়েছে ৩ হাজার ৭৫১টি নতুন বই। গতবছর বিক্রি হয়েছিল ৪৭ কোটি টাকার বেশি বই আর প্রকাশিত বইয়ের সংখ্যা ছিল ৩ হাজার ৭৩০টি৷ শনিবার (২ মার্চ) অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলা একাডেমির উপ-পরিচালক শাহেদ মমতাজ৷

বইমেলায় বাংলা একাডেমিসহ সব প্রতিষ্ঠানের বই ২৫ শতাংশ কমিশনে বিক্রি হয়েছে বলেও জানান তিনি। এবার ১ মার্চ পর্যন্ত স্টল মালিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং আজকের সম্ভাব্য বিক্রি রশিদ যুক্ত করে কমপক্ষে ৬০ কোটি টাকার বই বিক্রি হয় বলে জানানো হয়।

২০২৩ সালে বাংলা একাডেমিই শুধুমাত্র ২৮দিনে ১ কোটি ৩৩ লাখ টাকার বই বিক্রি করেছিল। এবার ১ মার্চ পর্যন্ত ৩০ দিনে প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকার বই বিক্রি হয়। আর সমগ্র মেলায় বই বিক্রি হয়েছে ৬০ কোটি টাকার। মেলার শেষ দিনের শনিবার (২ মার্চ) হিসাব এখনও আসেনি।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন