শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ , ৮ রবিউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
একুশে বইমেলা

এবারের একুশে বইমেলায় দর্পণ কবীরের ৩টি নতুন বই

নিউজজি প্রতিবেদক ৩১ জানুয়ারি , ২০২২, ১২:৪৬:৪১

  • ছবি: সংগৃহীত

ঢাকা: ২০২২ সালের একুশে বইমেলায় কবি ও লেখক দর্পণ কবীর তিনটি নতুন বই নিয়ে আসছেন। বইটি তিনটির প্রথমটি উপন্যাস, পরেরটি কাব্যগ্রন্থ ও শেষেরটি লেখকের প্রথম কিশোর উপন্যাস। বইগুলো প্রকাশ করছে দেশের স্বনামধন্য প্রকাশনা সংস্থা অনন্যা প্রকাশনী।

লেখকের দশম উপন্যাস ‘যে হাওয়ায় রেণুর গল্প, ষষ্ঠ কাব্যগ্রন্থ ‘আশ্চর্য দুঃখগুলো কষ্ট হয়নি’ এবং প্রথম কিশোর উপন্যাস ‘জার্সি নম্বর ১০’ বই তিনটি পাওয়া যাবে বইমেলায় অনন্যা প্রকাশনীর স্টলে। উপন্যাস ও কাব্যগ্রন্থের প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ এবং কিশোর উপন্যাসের প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন।

ইতিমধ্যে দর্পণ কবীরের আরো ২১টি বই বেরিয়েছে। এর মধ্যে ৯টি উপন্যাস, ৫টি কাব্যগ্রন্থ, ৪টি ছড়া গ্রন্থ, ২টি কিশোর গল্প ও ১টি ছোট গল্পের সংগ্রহ।

দর্পণ কবীর-এর প্রথম ছড়ার বই ‘ধপাস’ বেরয় ১৯৯১ সালের একুশে বইমেলায়। চার বছর পর ‘৯৫ সালে বেরয় দ্বিতীয় ছড়ার বই ‘পাথুরে দত্যি’। একই বছর তার কিশোর গল্প গ্রন্থ ‘ভোরের পাখি’ প্রকাশিত হয়। ২০০০ সালে প্রথম কাব্যগ্রন্থ ‘কষ্টের ধারাপাত’ প্রকাশ করে ঘাস ফুল নদী প্রকাশনী। ২০০৪ সালে তৃতীয় ছড়ার বই ‘ঠাট্টা’ প্রকাশিত হয় প্রকৃতি মিডিয়া অ্যান্ড পাবলিকেশন থেকে।

২০০৫ সালে দর্পণ কবীরের প্রথম উপন্যাস ‘স্বপ্ন বিলাস’ প্রকাশিত হয় স্কলারস প্রকাশনী থেকে। ২০০৬ সালে প্রকাশিত হয় দ্বিতীয় উপন্যাস ‘বসন্ত পথিক’ স্কালারস প্রকাশনী থেকে। ২০০৬ সালে আবাহন প্রকাশনী থেকে প্রকাশিত হয় উপন্যাস ‘নষ্ট জীবন’। ২০০৮ সালে আবাহন প্রকাশনী প্রকাশ করে উপন্যাস ‘স্বপ্নঘোর’। ২০০৯ সালে আবারো আবাহন প্রকাশনী থেকে প্রকাশ পায় উপন্যাস ‘বিষন্ন বেহাগ’। ২০১০ সালে ‘জলপ্রপাত’ উপন্যাসটি প্রকাশ করে অনন্যা প্রকাশনী।

২০১১ সালে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘আকাশ আয়না’ প্রকাশ করে বিশ্বসাহিত্য ভবন। ২০১২ সালের একুশে বইমেলায় লেখকের প্রকাশিত হয় গল্পগ্রন্থ ‘লাবণ্য ভেজা মেঘ’, এটি বের করে সাঁকোবাড়ি প্রকাশনা। ২০১৩ সালে ফেরারী বসন্ত উপন্যাসটি প্রকাশ করে রয়াল প্রকাশনী। ২০১৪ সালে অচেনা বিভাস উপন্যাস বের করে রয়াল প্রকাশনী। ২০১৬ সালে ‘বসন্ত নয় অবহেলা’ নামে তৃতীয় কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় বিশ্বসাহিত্য বিতান প্রকাশনী থেকে।

একই বছর চতুর্থ ছড়াগ্রন্থ ‘বোকারাম হদ্দ’ বের হয় একই প্রকাশনী থেকে। ২০১৭ সালে ভূত বিষয়ক ছোট গল্পের বই ‘আমি ভূত বলছি’ বের হয় বিশ্বসাহিত্য ভবন থেকে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা ও কলকাতা থেকে এক যোগে প্রকাশিত হয় চতুর্থ কাব্যগ্রন্থ ‘গল্পটার নাম নেই’। বাংলাদেশে বইটি প্রকাশ করে অন্বয় প্রকাশনা এবং ভারতে এটি প্রকাশ করে আরিয়াল পাবলিশার্স। ২০২১ সালে নবম উপন্যাস ‘ধূসর প্রচ্ছদ’ বের হয় অনন্যা প্রকাশনী থেকে।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন