শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

অন্যান্য
  >
নির্বাচন

নীলফামারী ৬ উপজেলায় যারা চেয়ারম্যান হলেন

নীলফামারী প্রতিনিধি ১১ মার্চ , ২০১৯, ০৩:১৯:০৫

  • নীলফামারী ৬ উপজেলায় যারা চেয়ারম্যান হলেন

নীলফামারী: উপজেলা পরিষদ নির্বাচনে নীলফামারী জেলার ছয় উপজেলায় নির্বাচিত চেয়ারম্যানদের নাম বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। তবে উচ্চ আদালতে আইনি জটিলতায় নীলফামারী সদর ও জলঢাকা উপজেলায় শুধুমাত্র চেয়ারম্যান পদের ভোট স্থগিত রয়েছে।

ভোটের ফলাফলে চার উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পেয়েছে তিনটি ও আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী পেয়েছে একটি।

ডোমার উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী তোফায়েল আহমেদ নৌকা প্রতীকে ৩০ হাজার ৫৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল রাজ্জাক বসুনিয়া আনারস প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৮৮৩ ভোট।

ডিমলা উপজেলায় তবিবুল ইসলাম নৌকা প্রতীকে ২৫ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশারফ হোসেন মিন্টু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৪ ভোট।

সৈয়দপুর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোখছেদুল মোমিন নৌকা প্রতীকে ৪০ হাজার ৬৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়নাল আবেদীন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৭৮৯ ভোট।

কিশোরগঞ্জ উপজেলায় ৭৮টি ভোট কেন্দ্রের মধ্যে ৭৫টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ছয় জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ মো. আব্দুল কালাম বারী আনারস প্রতীকে ৩৬ হাজার ৪৭ এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রশিদুল ইসলাম ঘোড়া প্রতীকে ২২ হাজার ৮২৬ ভোট পেয়েছেন।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন