রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১ , ১০ শাবান ১৪৪৬

অন্যান্য
  >
বিশ্বকাপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডি মারিয়াকে পাওয়া নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক ৩ ডিসেম্বর , ২০২২, ১১:০৬:০৫

  • ছবি: ইন্টারনেট

বিশ্বকাপের আগে থেকেই ঊরুর চোট বয়ে বেড়াচ্ছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। তবে সুস্থ হয়েই এ তারকা খেলছিলেন কাতার বিশ্বকাপের ম্যাচ। যদিও মাঠের ফুটবলে এ তারকা এখনও নিজের সেরাটা দিতে পারেননি। এরইমধ্যে পুরনো চোট আবারও মাথা চাড়া দিয়েছে তার। যে কারণে আজ রাতে শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে আর্জেন্টিনা। 

পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে খেলেছিলেন ডি মারিয়া। তবে ম্যাচের ৫৯তম মিনিটে তাকে তুলে নেন লিওনেল স্কালোনি। তখনই এ তারকার চোট নিয়ে নতুন করে শঙ্কা জাগে। ম্যাচ শেষে স্কালোনি নিজেই পুরো বিষয়টি পরিষ্কার করেছিলেন, ‘সে ঊরুর পেশিতে ব্যথা অনুভব করছিল, তাই আমরা তাকে তুলে আনি।’

শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে নকআউট রাউন্ডে খেলবে স্কালোনির দল। তাকে সেই ম্যাচে পাওয়া যাবে কি না, এমন প্রশ্ন উঠেছিল ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে। তবে এ ব্যাপারে দলটির কোচ স্পষ্ট কোন ব্যাখ্যা দেননি। শুধু বলেন,  ‘গতকাল আমরা পুরোদমে অনুশীলন করিনি। মূলত আমরা অস্ট্রেলিয়া দলটাকে নিয়ে বিশ্লেষণ করেছি। আজ অনুশীলনের পর একটা পরিষ্কার ধারণা পাব। দি মারিয়া ও অন্য ফুটবলারদের মূল্যায়ন করার পর সিদ্ধান্ত নেব। যদি ফিট থাকে, তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন