শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ , ৮ শাবান ১৪৪৬

অন্যান্য
  >
বিশ্বকাপ

উত্তর দেয়ার কিছু নেই : সাকিব

শামীম চৌধুরী, সেন্ট ভিনসেন্ট থেকে ১৪ জুন , ২০২৪, ০১:৫০:২০

  • সংবাদ সম্মেলন শেষে সাকিব। ছবি-আর্নস ভেল স্টেডিয়াম থেকে শামীম চৌধুরী

ডালাসে বোলিংয়ে খেয়েছেন মার (৩-০-৩০-০), ব্যাটিংয়ে রাখতে পারেননি অবদান। শ্রীলঙ্কা পেসার পাথিরানার শর্ট বল আপার কাট করতে যেয়ে ডিপ থার্ডম্যানে দিয়েছেন ক্যাচ (৬ বলে ৩রান)।

নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ ওভারেই সাকিবের বোলিং (১-০-৬-০) দিয়েছেন থামিয়ে অধিনায়ক শান্ত।  নরকিয়ের বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে নিজের উইকেট দিয়েছেন বিলিয়ে দিয়েছেন সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন পারফরমেন্সে র‍্যাঙ্কিংয়ে নেমে গিয়েছিলেন ১ নম্বর থেকে ৫ নম্বরে। ভারতের সাবেক লিজেন্ডারি ওপেনার শেভাগ তাকে অবসরের সিদ্ধান্ত নিতে বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাকিবকে নিয়ে কথা উঠেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে যাচ্ছেতাই পারফরমেন্সে অনেকে সাকিবের শেষ দেখতে পেয়েছেন। তবে প্রয়োজনীয় সময়ে সাকিব ঠিকই জ্বলে উঠেছেন।

৪৬ বলে ৬৪ রানের হার না মানা ইনিংসে সমালোচকদের সমালোচনার জবাব দিয়েছেন সাকিব। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে ছন্দ ফিরে পাওয়া পারফরমেন্স সমালোচকদের সমালোচনার জবাব বলে মনে করছেন না সাকিব। সংবাদ সম্মেলনে প্রশ্নকারীকে পাল্টা প্রশ্ন করেছেন- ‘কে বলেছে ?’

নামটা শেভাগ শুনে বলেছেন সাকিব- ‘কোনো প্রশ্নের উত্তর দিতে প্লেয়ার খেলে না। এখানে উত্তর দেয়ার কিছু নেই। প্লেয়ারের কাজ ব্যাটসম্যান হলে ভাল ব্যাটিং করা, বোলারের কাজ যতোটা সম্ভব ভাল করা। ফিল্ডারের কাজ রান সেভ করা।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ বছর পর ফিফটি করেছেন সাকিব। পেয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার। দলের জয়ে অবদান রাখতে পেরে তৃপ্তির ঢেকুর তুলেছেন সাকিব-‘দলের জন্য কন্ট্রিবিউট করতে পারলেও তো ভাল লাগে। উপরের ৪ জনের মধ্যে একজন বড় ইনিংস খেলবে কিংবা বেশি সময় ব্যাট করবে। ১৫-১৭ ওভার পর্যন্ত খেলাটা দরকার। আলহামদুলিল্লাহ, আজ দিনটা আমার ভাল ছিল। খুব পারফরমেন্স ওরিয়েন্টেড চিন্তা না করে কন্ট্রিবিউট করার চিন্তা করলে ভাল। মে বি অন্য দিন অন্য কারো আসবে। কন্ট্রিবিউট কে কতোটা করতে পারল, সেটাই বড় কথা।’ 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন