শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
বিশ্বকাপ

ফাইনাল সেরা হয়েই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটকে কোহলির গুডবাই

শামীম চৌধুরী ৩০ জুন , ২০২৪, ০১:৩২:০৯

  • ফাইনাল সেরা কোহলি। ছবি-ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ৭ ম্যাচে ১০.৭১ গড়ে ৭৫ রানে নিজেকে চেনাতে পারেননি কোহলি। সংক্ষিপ্ত সংস্করেণর ক্রিকেটের মর্যাদাপূর্ণ আসরে অতীতে সর্বািধক ৭ বার প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন।

২০১৪ এবং ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট তিনি, এই অতীতটা পর্যন্ত ভুলে কোহলিকে নিয়ে কম সমালোচনা হয়নি। অধিনায়ক রোহিত অবশ্য তার উপর থেকে বিশ্বাস ছাড়েননি।

ফাইনালে ঠিকই অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন কোহলি। ফাইনালে তার ৫৯ বলে ৬ চার, ২ ছক্কায় ৭৬ রানের ইনিংসে ভর করে ভারত পেয়েছে চ্যালেঞ্জিং স্কোর ১৭৬/৭। তার ব্যাটে চড়েই ক্যারিবিয়ান সাগর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় শিরোপার আবহ পেয়েছে ভারত সমর্থকরা।

এমন এক ইনিংসে ভারতকে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতিয়ে সবাইকে স্তব্ধ করে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটকে জানিয়েছেন গুডবাই। 

৮ম বােরর মত টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে দিয়েছেন কোহলি সে ঘোষণা-‌‌'এটা ছিল আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, এবং আমরা এটাই অর্জন করতে চেয়েছিলাম।  সৃষ্টিকর্তা মহান বলেই টি-টোয়েন্টি যেদিন গুরুত্বপূর্ণ , সেই দিনটিতে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছি।পরবর্তী প্রজন্মের দায়িত্ব নেওয়ার সময় এসেছে, কিছু আশ্চর্যজনক খেলোয়াড় দলকে এগিয়ে নিয়ে যাবে এবং পতাকাকে উঁচু করে রাখবে।’

বয়স ৩৫ বছর। যেভাবে পারফর্ম করেছেন, তাতে ২ বছর পর নিজের দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা কোহলির জন্য অসম্ভব ছিল না। তবে ট্রফি জয়ের উৎসবের দিনে গুডবাই জানানোর মতো বড় উপলক্ষ আসবে কি করে ?

২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ জিতে ওয়ানডে ক্রিকেটকে শচীন জানিয়েছেন গুডবাই, সেই দৃস্টান্ত অনুসরণ করেছেন কোহলি।

১২৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ১ সেঞ্চুরি, ৩৮ ফিফটি, ৪৮.৬৯ গড়ে ৪১৮৮ রান করেছেন ১৩৭.০৪ স্ট্রাইক রেটে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার উপরে (৩৫ ম্যাচে ৫৮.৭২ গড়, ১৫ ফিফটিতে ১২৯২ রান) থেকে শেষ করতে পারাটাও যে গর্বের। টি-টোয়েন্টি আন্তর্জািতক ক্যািরয়ারকে বিদায় জানাবার সময় অধিনায়ক রোহিতের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি-’রোহিত ৯িট টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন, এটা আমার ষষ্ঠ।  আমি শেষ কয়েকটি খেলায় আত্মবিশ্বাসী ছিলাম না, কিন্তু এই মুহূর্তে কৃতজ্ঞ ।খেলার আবেগ  ধরে রাখা কঠিন।' 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন