শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ সেরা বুমরাহ

শামীম চৌধুরী ৩০ জুন , ২০২৪, ০৬:৩৩:১৯

  • টি-টোয়েন্টি বিশ্বকাপ সেরার পুরস্কার নিচ্ছেন বুমরাহ। ছবি-ইন্টারনেট

আফগািনস্তানের ওপেনার রাহমানুল্লাহ গুরবাজের সংগ্রহ ( ২৮১ রান) কিংবা পেস বোলার ফজলহক ফারুকীর উইকেট শিকার (১৭টি) টপকে যেতে পারেনি কেউ।

ফাইনালে আর্শদ্বীপ ২ উইেকট (২/২০) পেয়ে স্পর্শ করতে পেরেছেন ফারুকীকে। এই তিনজনের সঙ্গে অলরাউন্ড পারফরমেন্সে (১৪৪ রান ও ১১ উইকেট) প্লেয়ার অব দ্য টুর্নােমেন্ট-এর পুরস্কাের বিবেচ্য হওয়ার কথা ছিল হার্দিক পাণ্ডিয়ার।

তবে এই চারজেনর কেউ নন, টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের পুরস্কারে মনোনীত হয়েছেন বল হাতে ভয়ংকর রূপ ছড়িয়ে ভারতকে ট্রফি জেতানো পেস বোলার বুমরাহ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এই আসরে ১৫টি উইকেট পেয়েছেন তিনি মাত্র ৮.২৬ গড়ে। ওভারপ্রতি খরচা মাত্র ৪.১৭ রান। ফাইনাল ম্যাচেও সবচেয়ে মিতব্যয়ী বোলিং (৪-০-১৮-২) তারই। 

শেষ পাওয়ার প্লে-র ৩০ বলে দক্ষিণ আফ্রিকার ৩০ রানের টার্গেট কঠিন করে দিয়েছেন বুমরাহ ২ ওভারের শেষ স্পেলে (২-০-৬-১)। 

টি-টোয়েন্টি বিশ্বকাপ সেরা পুরস্কার পেয়ে চাঁদে পা দিয়েছেন বলে অনুভব করছেন বুমরাহ-' আমি সত্যিই এখন চাঁদের উপরে। আমার ছেলে, পরিবার এখানে। এর জন্য সত্যিই কঠোর পরিশ্রম করছি, এর চেয়ে ভাল অনুভূতি আর নেই। আমরা বড় মঞ্চের জন্য খেলাধুলা করি। বড় দিনে, আপনাকে আরও দিতে হবে, পুরো টুর্নামেন্ট জুড়ে আমি খুব শান্ত থাকার চেষ্টা করেছি। আমার সর্বোচ্চ মানসিকতায় আমি একবারে একটি বলের কথা ভাবি। আবেগ দখল করতে পারে, কিন্তু এখন কাজ হয়ে গেছে। লেন্থ বলের পাশাপাশি রিভার্স-সুইং করতে পেরে আমি খুশি।'

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক আসরে অলরাউন্ড পারফরমেন্সের জন্য টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন পাকিস্তানে শহীদ আফ্রিদি।

২০০৯ সালে শ্রীলঙ্কার টপ অর্ডার তিলকারত্নে দিলশান, ২০১০ সালে ইংল্যান্ড টপ অর্ডার কেভিন পিটারসেন, ২০১২ সালে অস্ট্রেলিয়া অলরাউন্ডার শেন ওয়াটসন, ২০১৪ এবং ২০১৬ সালে ভারতের টপ অর্ডার বিরাট কোহলি, , ২০২১ সালে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ২০২২ সালে ইংল্যান্ডের পেস বোলার সাম কারানের পর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সেরার পুরস্কার পেলেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন