শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
বিশ্বকাপ

কোহলিকে দেখে টি-টোয়েন্টিকে রোহিতেরও গুডবাই

শামীম চৌধুরী ৩০ জুন , ২০২৪, ০৯:২১:৩৩

  • টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি হাতে কোহলি-রোহিত। ছবি-ইন্টারনেট

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের মধ্যে লড়াইটা জমিয়ে তুলেছিলেন বিরাট কোহলি-রোহিত শর্মা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে রান সংগ্রহের শীর্ষেও তারা দু'জন।

রোহিত শর্মা ১৫৯ ম্যাচে করেছেন ৪২৩১ রান, সেখানে কোহলির রানসংখ্যার সমষ্টি ৪১৮৮। টি-টোয়েন্টি বিশ্বকাপেও দু'জন দু'জনের প্রতিদ্বন্দ্বী।

সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের বৈশ্বিক আসরে কোহলি থেমেছেন ৩৫ ম্যাচে ১২৯২ রানে। সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪৭ ম্যাচে কোহলির রান ১২২০। 

ক্যাপ্টেনসি ক্যারিয়ারে কোহলি বৈশ্বিক কোনো আসরে ট্রফি উপহার দিতে পারেননি ভারতকে। সেখানে ১২ মাাসে আইসিসির তিনটি মেগা আসরের ২টিতে রানার্স আপ, একটিতে ভারতকে দিয়েছেন সর্বোচ্চ সাফল্য উপহার। বৈশ্বিক আসরে সর্বোচ্চ সাফল্যে কপিল দেব, মহেন্দ্র সিং ধোনির পাশে জায়গা করে নিয়েছেন রোহিত।

বারবাডোজের ব্রিজটাউনে কেনিংস্টন ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জয়ের উৎসব করছে যখন ভারত ক্রিকেট দল, তখন সংক্ষিপ্ত সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসরের ঘোষণা শুনে রোহিতও নিয়েছেন একই সিদ্ধান্ত। ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে দিয়েছেন সে ঘোষণা।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ছিলেন ধোনীর দলে কনিষ্ঠ ক্রিকেটার। অধিনায়ক হিসেবে পেলেন সাফল্য। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তার ক্যাপ্টেনসির রেকর্ডটাও অসাধারণ। ৬২ ম্যাচে ৪৯ জয়ের পাশে ১২টি-তে হার। যে সাফল্যে ধোনিকে (৭২ ম্যাচে ৪১ জয়, ২৮ হার) গেছেন ছাড়িয়ে রোহিত।

২০২২ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন রোহিত-কোহলি। ১৪ মাস পর ফিরেছেন তারা এই ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে। সেই ফেরাটা ছিল বিশ্বকাপকে লক্ষ্য রেখেই।

নেতৃত্ব দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জিতে এই ফরম্যাটকে গুডবাই জানাতে পেরে স্বস্তির নিশ্বাস ফেলেছেন রোহিত-'এটি আমার শেষ টি-টোয়েন্টি খেলা ছিল। এই ফরম্যাটকে বিদায় জানানোর জন্য এর চেয়ে ভাল সময় আর নেই। আমি এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। আমি এই ফরম্যাটে খেলে ভারতের হয়ে ক্যারিয়ার শুরু করেছি। আমি এটাই চেয়েছিলাম, আমি কাপ জিততে চেয়েছিলাম। এটা আমার জন্য খুবই আবেগঘন মুহূর্ত। আমি আমার জীবনে এই শিরোনামের জন্য খুবই মরিয়া ছিলাম। খুশি যে আমরা শেষ পর্যন্ত লাইনটি অতিক্রম করেছি।'

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন