শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
বিশ্বকাপ

হ্যারিকেন ‘বেরিল’-এ বারবাডোজে আটকা পড়েছে রোহিতরা

শামীম চৌধুরী ১ জুলাই , ২০২৪, ০৯:৩৮:৩৬

  • সিএনএন-এর আবহাওয়ার রিপোর্টে হ্যারিকেন ‘বেরিল’-এর অবস্থান। ছবি-ইন্টারনেট

আবহাওয়ার পূর্বাভাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের দিন এবং রিজার্ভ-ডে-তে বজ্রবৃষ্টির সম্ভাবনা ছিল।  ফাইনাল ম্যাচ বৈরী আবহাওয়ার কবলে পড়েনি। নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।

ফাইনাল শেষে রোববার সকালে বারবাডোজ থেকে নিউ ইয়র্কের চাটার্ড ফ্লাইট ধরে নিউ ইয়র্ক থেকে এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে মুম্বাইয়ে যাওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নদের।

তবে বারবাডোজের উপকূলের ৫৭০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে হ্যারিকেন ‘বেরিল’ ঘনীভূত হয়ে তা ধেয়ে আসছে বারবাডোজের দিকে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ২১০ কিলোমিটার। 

সে কারণেই বারবাডোজ বিমানবন্দর কর্তৃপক্ষ সকল ফ্লাইট বাতিল করায় বারবাডোজের হোটেল হিলটনে আটকা পড়েছে ভারত ক্রিকেট দল। 

 পরিস্থিতির কারণে ভারত ক্রিকেট দলের দেশে ফেরা বিলম্বিত হচ্ছে। ফ্লাইটের রুটও পরিবর্তিত হচ্ছে। ভারত ক্রিকেট দল এবং দলের সঙ্গে সফরসঙ্গী মিলিয়ে ৭০ জনকে বারবাডোজ থেকে চার্টার্ড বিমানে দেশে ফিরিয়ে আনার বিকল্প পরিকল্পনা করা হচ্ছে। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ চার্টার্ড ফ্লাইটের জন্য চেষ্ঠা করছেন। 

সংবাদ সংস্থাকে বিসিসিআই-এর এক সূত্র জানিয়েছে-‘বার্বাডোজ় থেকে ভারতীয় দলের নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল। সেখান থেকে দুবাই হয়ে ভারতে ফেরার কথা। এখন পরিকল্পনা হল, চার্টার্ড বিমানে সোজা দিল্লি ফিরে আসা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কথাও রয়েছে।’ 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন