শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

অন্যান্য
  >
বিশ্বকাপ

আঁটোসাটো বোলিংয়ে আফগানদের ২২৭ রানে থামাল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক ২৯ জুন , ২০১৯, ১৯:১১:২৩

  • ৪৭ রানে ৪ উইকেট নিয়ে আফগান ব্যাটিং লাইনআপের বড় পরীক্ষায় নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি -ছবি: ফেসবুক

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জয় চাই পাকিস্তানের। এ লক্ষ্য পূরণে শনিবার শাহিন শাহ আফ্রিদি, ইমাদ ওয়াশিম, ওয়াহাব রিয়াজ ও সাদাব খানদের আঁটোসাটো বোলিংয়ে আফগানিস্তানের বিপক্ষে লক্ষ্যমাত্রাটা নাগালের মধ্যেই পেয়েছে দলটি। 

 

লিডসের হেডিংলিতে শনিবার টস হেরে আগে বল হাতে নিয়ে প্রতিপক্ষের ৯ উইকেট তুলে নিয়ে ২২৭ রানে আটকে দিয়েছে পাকিস্তান। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন নজিবুল্লাহ জাদরান ও আজগর আফগান। ৩৫ রান আসে রহমত শাহর ব্যাট থেকে। পাকিস্তানের সফল বোলার শাহিন শাহ আফ্রিদি। এ পেসার ১০ ওভার হাত ঘুরিয়ে নেন ৪৭ রানে ৪টি উইকেট। এদিকে ইমাদ ওয়াশিম পকেটে পুরেন ৪৮ রানে ২টি উইকেট। ওয়াহাব রিয়াজ ৮ ওভারে ২৯ রানে নেন ২টি উইকেট। শাদাব খান ৪৪ রানে নেন ১টি উইকেট।  

 

হেডিংলির উইকেট ব্যাটিং সহায়ক। এ ভাবনা থেকেই আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নাইব নেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। কিন্তু নিজেই শুরুতেই নিজেকে সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন। দ্রুত রান তোলার চেষ্টায় পঞ্চম ওভারেই বিদায় নেন নাইব (১২ বলে ১৫)। শাহিন আফ্রিদির পরের বলেই আবার সাজঘরে ফেরেন হাশমতউল্লাহ শহীদি (০)। ২৭ রানে ২ উইকেট হারানো আফগানরা তৃতীয় উইকেট হারায় ৫৭ রানে। দলের রান তোলার পুরো দায়িত্ব কাঁধে নেয়া রহমত (৪৩ বলে ৩৫ রান) ফিরেন ইমাদ ওয়াসিমের স্পিন বুঝতে না পেরে।

 

দ্রুত উইকেট হারালেও এক প্রান্ত আগলে ছিলেন ইকরাম আলীখিল। আরেক প্রান্তে অবশ্য তাকে দারুণ সঙ্গ দেন আফগান আজগর। ৬৪ রানের জুটিতে ৪২ রানই ছিল তাঁর। সেটাও এসেছে মাত্র ৩৫ বলে। শাদাব খানকে এগিয়ে এসে ছক্কা মারতে গিয়ে শেষ পর্যন্ত বোল্ড হন আফগান (১২১/৪)। এর কিছুক্ষণ পরই বিদায় নেন আলীখিল। তার আগেই একটা কীর্তি হয়েছে এই উইকেটরক্ষকের। এ বিশ্বকাপে পঞ্চাশোর্ধ্ব বল খেলে তার চেয়ে কম স্ট্রাইক রেট (৩৬.৩৬) নেই আর কারও! ৬৬ বলে ২৪ রান করেন আলীখিল।

 

অল্প সময়ের ব্যবধানে দুই সেট ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়া আফগানদের ষষ্ঠ উইকেটে হাল ধরার চেষ্টা করেছিলেন মোহাম্মদ নবী। খেলছিলেনও দেখে-শুনে। অন্য প্রান্তে নজিবুল্লাহ জাদরানও খেলেন দারুণ। কিন্তু এ জুটিকে ৪২ রানের বেশি করতে দেননি ওয়াহাব রিয়াজ। ৩৭তম ওভারের চতুর্থ বলটি অনেকটা ছিল শর্ট। লোভ সামলে পারেননি নবী। বড় শর্ট খেলতে গিয়ে এ ডানহাতি ধরা পড়েন ফাইন লেগে মোহাম্মদ আমিরের ক্যাচে। ফেরার আগে আফগান এ অলরাউন্ডার করেন ৩৩ বলে ১৬ রান। 

 

নবী ফিরলেও আফগানদের পথ দেখান নজিবুল্লাহ জাদরান। সপ্তম উইকেটে সামিউল্লাহ শিনওয়ারিকে নিয়ে তিনি গড়ে তোলেন ৩৫ রানের জুটি। যেখানে ২২ রানই ছিল নজিবুল্লাহর। ব্যক্তিগত রানও তার হয়েছিল ৪২। ঠিক সে সময় বিপজ্জনক এ ব্যাটসম্যানকে বোল্ড করে ফেরান শাহিন আফ্রিদি। এর কিছুক্ষণ পরই এ পেসার মোহাম্মদ হাফিজের ক্যাচে ফিরিয়ে দেন রশিদ খানকে। শেষ দিকে অবশ্য শিনওয়ারির (১৯*) ব্যাটে ভর করে আফগানরা পৌঁছে যায় ২২৭ রানে। 

 

নিউজজি/সিআর 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন