শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

অন্যান্য
  >
বিশ্বকাপ

অবসর নিলেন রাইডু!

ক্রীড়া ডেস্ক ৩ জুলাই , ২০১৯, ১৫:৩০:১৮

  • অবসর নিলেন রাইডু!

বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় স্কোয়াডে জায়গা না পেয়ে হতাশায় ভেঙে পড়েছিলেন ব্যাটসম্যান আম্বাতি রাইডু। তার পরিবর্তে দলে নেয়া হয়েছিল বিজয় শঙ্করকে। বিষয়টি নিয়ে দল নির্বাচনের সমালোচনাও করেছিলেন রাইডু। 

তবে সবাইকে অবাক করে দিয়ে আম্বাতি রাইডু সব ধরনের ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা দিয়ে ফেলেছেন। ধারণা করা হচ্ছে, ইনজুরির কারণে শিখর ধাওয়ান এবং বিজয় শঙ্কর বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার পর তাদের পরিবর্তে ঋশভ পন্থ এবং মায়াঙ্ক আগারওয়ালকে নেয়ার জন্যই আম্বাতি রাইডু জাতীয় দলে নিজের ভবিষ্যত দেখতে না পেয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওয়ানডে ম্যাচে রাইডুর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। রাইডু টিম ইন্ডিয়ার হয়ে ৫৫টি ওয়ানডে খেলে ৩ সেঞ্চুরি ও ১০ হাফ সেঞ্চুরিসহ করেছেন ১ হাজার ৬৯৪ রান। এ ছাড়া তিনি ৬টি টি-টুয়েন্টি ম্যাচও ভারতের হয়ে খেলেছেন। 

প্রসঙ্গত, রাইডুর বদলে শঙ্করকে বিশ্বকাপ দলে নেয়ার যুক্তি হিসেবে ভারতীয় দলের প্রধান  নির্বাচক এমএসকে প্রসাদ বলেছিলেন, ব্যাপারটা এমন নয় যে রাইডু যোগ্য নয়। আসলে ব্যাপারটা হলো বিজয়ের পক্ষে যে ব্যাপারটি গেছে তা হলো, বিজয় দলে ত্রি-মাত্রিক (থ্রি ডাইমেনশনাল) সার্ভিস দিয়ে থাকে। ব্যাটিং, বোলিংয়ের সঙ্গে, ফিল্ডিংটাও তার দুর্দান্ত।

প্রধান নির্বাচকের এই ত্রি-মাত্রিক সার্ভিস বিষয়ক যুক্তির বিপরীতে পাল্টা খোঁচা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রাইডু লিখেছিলেন, বিশ্বকাপ দেখার জন্য মাত্রই একটা থ্রি ডাইমেনশনাল চশমা অর্ডার করলাম (যেহেতু শঙ্কর ত্রিমাত্রিক সার্ভিস দেখাবে)।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন