শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ , ১৭ শাওয়াল ১৪৪৫

অন্যান্য
  >
বিশ্বকাপ

২টি মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ইনজুরিতে মুশফিক

শামীম চৌধুরী, লর্ডস ( লন্ডন) থেকে ৪ জুলাই , ২০১৯, ২২:৩৩:৪৫

  • ব্যাটিং অনুশীলনে যাওয়ার আগে মুশফিক। ছবি-বিসিবি

বিশ্বকাপে খেলতে এসে বার বার ইনজুরিতে পড়ছেন মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নেটে পেয়েছিলেন ডান হাতের কনুইয়ের নিচে চোট। সেই চোট নিয়েই দলকে জিতিয়েছেন। 

বৃহস্পতিবার এমসিসি একাডেমী মাঠে ব্যাটিং অনুশীলনের সময়ে কনুইয়ে চোট পেয়ে ছেড়েছেন মাঠ। আর আসতে পারেননি মুশফিক অনুশীলনে।মাত্র ১৬ বছর বয়সে লর্ডসে হয়েছিল তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। সেই লর্ডসেই এখন ৩টি বিরল রেকর্ডের সামনে দাঁড়িয়ে এখন  মুশফিকুর রহিম।

তৃতীয় বাংলাদেশী হিসেবে ৬ হাজার রান থেকে এখন ৯১ রান দূরে। এই ক্লাবে পৌছে গেলে ওয়ানডে সেরা উইকেটকিপার অল রাউন্ডারদের ( ৬ হাজার রান এবং ২০০ ডিসমিসাল) সংক্ষিপ্ত তালিকায় যাবেন পৌছে মুশফিক।

যে তালিকায় আছেন সাঙ্গাকারা ( ১৪২৩৪ রান, ৪৮২ ডিসমিসাল), গিলক্রিস্ট ( ৯৬১৯ রান ও ২১৮ ডিসমিসাল),ম্যাককালাম ( ৬০৮৩ রান ও ২৪২ ডিসমিসাল),ধোনী ( ১০৭২৩ রান ও ৪৩৯ ডিসমিসাল)।

বিশ্বকাপ ইতিহাসে ২ উইকেট কিপার সাঙ্গাকারা ( ২০১৫ বিশ্বকাপে ৫৪১ রান, ২০১১ বিশ্বকাপে ৪৬৫ রান) এবং গিলক্রিস্টের আছে ২ বার ( ২০০৭ বিশ্বকাপে ৪৬৫ রান, ২০০৩ বিশ্বকাপে ৪০৫ রান)  করে ৪শ' রানের রেকর্ড। আর মাত্র ৪৯ রান হলেই এই রেকর্ডে পৌছে যাবেন মুশফিক।

এমন ২টি মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে মুশফিকুরের ইনজুরি নিয়ে অবশ্য চিন্তিত নন বাংলাদেশ কোচ-‌নেটে মুশফিক কনুইয়ে আঘাত পেয়েছে। এখনো ফিজিও তাকে দেখতে পারেনি। সাধারনত: কনুইয়ের উপরে,নিচে এ ধরনের জায়গায় আঘাত পেলে তা ভেঙ্গে যাওয়ার শঙ্কা থাকে না। তাই আশা করছি ,সে ঠিক আছে।'

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন